Felicitation
দুর্গাপুরে লায়ন্স ক্লাব ও প্রান্তিক এর উদ্যোগে শিক্ষক - শিক্ষিকা, ছাত্র - ছাত্রী ও গুণীজন সংবর্ধনা
Bengal Times News, 16 September 2024
লুতুব আলি, দুর্গাপুর : শিক্ষাই পারে প্রকৃত সুন্দর একটা সমাজ গড়তে। সমাজ গড়ার যাঁরা কারিগর সেই শিক্ষকদের সম্মাননা জানাতে এবং ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতি শ্রদ্ধা নিবেদন সারা বছর ধরেই করা যায়। দুর্গাপুরের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তিক এর কর্মকর্তারা এমনই মত পোষণ করেন। বিগত সাত বছর ধরে প্রান্তিক মর্যাদার সঙ্গে বর্ণময় শিক্ষক দিবস পালন করে আসছে। এবছর ১৫ সেপ্টেম্বর দুর্গাপুরের প্রান্তিকায় লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর এর সঙ্গে যৌথভাবে ঐতিহ্যপূর্ণ শিক্ষক দিবস পালন করলো প্রান্তিক।
এদিনের অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বে প্রারম্ভিক ভাষণে সকলকে স্বাগত জানান প্রান্তিকের কর্ণধার দেবাশীষ বাদ্যকর। দেবাশীষ বাবু নিজে একজন প্রান্তিক মানুষ। প্রান্তিক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই মহা মহিম কাজকে ত্বরান্বিত করতে প্রান্তিকের সকল সদস্য সদস্যারা নিজেদের সমর্পণ করেছেন। এদিনের অনুষ্ঠানে বৃহত্তর দুর্গাপুর এলাকার ২০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন তৎসহ শিক্ষক-শিক্ষিকাদেরও সম্মাননা জ্ঞাপন করা হয়।
দেবাশীষ বাদ্যকর বলেন, মানব সভ্যতার বিকাশ যাঁদের হাত ধরে, যাঁদের অনায়াসে সভ্যতার অগ্রদূত বলা যায়, সেই শিক্ষক সমাজের সামাজিক অবদানে প্রান্তিক পরিবারের পক্ষ থেকে অবনতভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। সমাজ থেকে সামাজিক মূল্যবোধ তলানিতে গিয়ে ঠেকেছে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে... এই অভিমতকে আক্ষরিকভাবে আজকের ছাত্র-ছাত্রীরা রূপকার হতে পারে। বিদ্যালয়স্তরে পঠন-পাঠনের মধ্যে মূল্যবোধের বিষয়টিকে আরো গুরুত্ব দেওয়া উচিত। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান চেয়েছিলেন সুশিক্ষায় ভারতের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রান্তিকের পক্ষ থেকে আরও বলা হয়, শিক্ষাই পারে প্রকৃত একটা সমাজ গড়তে। এই চিন্তা ধারাকে সামনে রেখে লায়ন্স ক্লাব ও প্রান্তিকের এই বিনম্র নিবেদন শিক্ষক দিবসের অনুষ্ঠান। মানব সভ্যতার বিকাশ যাঁদের হাত ধরে তাঁদের অনায়াসে সভ্যতার অগ্রদূত বলা যায়। প্রান্তিকের অন্যতম সদস্যা প্রথমিতা দত্ত এই অভিমতই ব্যক্ত করেন। এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে যে সমস্ত গুণী ব্যক্তিদের উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁরা হলেন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক রমেন রক্ষিত, সুনীল কুমার চক্রবর্তী, সুকোমল ঘোষ, রমা চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। দুর্গাপুর এলাকার ২০ টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির মধ্যে নেপালি পাড়া হিন্দি হাই স্কুল, রায় রানী দেবী হাই স্কুল, সুরেন্দ্রচন্দ্র মডার্ন হাই স্কুল এই স্কুলগুলির যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উল্লেখযোগ্য রেজাল্ট করেছে তাদের সংবর্ধিত করা হয়।
এই স্কুলগুলির এই ছাত্র-ছাত্রীরা আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে আছে তাদেরকে উৎসাহ দিতে এই মহতী উদ্যোগ বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। ছাত্রছাত্রীরা সংবর্ধিত হয়ে খুশিতে আপ্লুত। অভিভাবক অভিভাবিকারাও ভীষণ খুশি হয়েছেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা লায়ন্স ক্লাব ও প্রান্তিকের এই মহতী উদ্যোগের প্রতি সাধুবাদ জানান। সারা বছর ধরেই দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তিক, প্রান্তিক মানুষদের বিভিন্নভাবে সহায়তা করে চলেছে।