ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু
Bengal Times News, 16 September 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের ব্যান্ডেল কাটোয়া শাখায় বিষ্ণুপ্রিয়া হল্ট ও ভান্ডারটিকুরি স্টেশনের মাঝে বাবলারি দক্ষিণপাড়া এলাকায়। সোমবার সকালে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হলেও দুপুরে ঘটনাস্থলে আসে জিআরপি এবং আরপিএফ থানার পুলিশ। এরপর কাটোয়া জিআরপি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটি উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সূত্রের খবর সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বৃষ্টির মধ্যেই লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধ। সেই সময় ডাউন লাইনে এসে পড়ে কাটোয়া হাওড়া লোকাল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধের। দেহটি উদ্ধারের পাশাপাশি ওই বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে জিআরপি কাটোয়ার পুলিশ কর্মীরা।