Vande Bharat Train
পুজোর মুখে পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর, হাওড়া থেকে আরও তিনটি বন্দে ভারত ট্রেন
Bengal Times News, 15 September 2024
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : হাওড়া থেকে এবার আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বিহার এবং ওড়িশায়। রবিবার হাওড়া থেকে তিনটি বন্দে ভারত ট্রেন চালু হল। হাওড়া থেকে একটি চলবে ওড়িশার রাউরকেল্লা পর্যন্ত, একটি বিহারের ভাগলপুর এবং তৃতীয় বন্দে ভারতটি চলবে বিহারের গয়া পর্যন্ত।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। সপ্তাহে ছ'দিন চলবে। বৃহস্পতিবার চালানো হবে না। অন্যদিকে, হাওড়া-গয়া রুটে আট কোচের বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ছুটবে সেই বন্দে ভারত এক্সপ্রেস।
২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি
১) হাওড়া: সকাল ৬ টা ৫০ মিনিটে ছা়ড়বে।
২) দুর্গাপুর: সকাল ৮ টা ২৮ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৩) আসানসোল: সকাল ৮ টা ৫৩ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৪) ধানবাদ: সকাল ৯ টা ৪৩ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৫) পরশনাথ: সকাল ১০ টা ১৩ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৬) কোডার্মা: সকাল ১০ টা ৫৮ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৭) গয়া: বেলা ১২ টা ৩০ মিনিটে পৌঁছাবে।
২২৩০৪ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি
১) গয়া: দুপুর ৩ টে ১৫ মিনিটে ছাড়বে।
২) কোডার্মা: বিকেল ৪ টে ১৫ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৩) পরশনাথ: বিকেল ৫ টা ১৫ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৪) ধানবাদ: সন্ধ্যা ৬ টায় পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৫) আসানসোল: সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৬) দুর্গাপুর: সন্ধ্যা ৭ টা ১১ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৭) হাওড়া: রাত ৯ টা ৫ মিনিটে পৌঁছাবে।
২২৩০৯ হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি
১) হাওড়া: সকাল ৭ টা ৪৫ মিনিটে ছাড়বে।
২) বোলপুর শান্তিনিকেতন: সকাল ৯ টা ২৭ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৩) রামপুরহাট: সকাল ১০ টা ২৩ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৪) দুমকা: সকাল ১১ টা ২৩ মিনিটে পৌঁছাবে। সেখানেও ২ মিনিট দাঁড়াবে।
৫) ননিহাট: সকাল ১১ টা ৪৭ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৬) হাঁসডিহা: বেলা ১২ টা ৫ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৭) মান্দার হিল: বেলা ১২ টা ২৭ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ।
৮) বরাহাট: বেলা ১২ টা ৪৩ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ।
৯) ভাগলপুর: দুপুর ২ টো ৫ মিনিটে পৌঁছাবে।
২২৩১০ ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি
১) ভাগলপুর: দুপুর ৩ টে ২০ মিনিটে ছাড়বে।
২) বরাহাট: দুপুর ৩ টে ৪৫ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৩) মান্দার হিল: দুপুর ৩ টে ৫৮ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৪) হাঁসডিহা: বিকেল ৪ টে ৪০ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ।
৫) ননিহাট: বিকেল ৪ টে ৫৭ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৬) দুমকা: বিকেল ৫ টা ১৮ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৭) রামপুরহাট: সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ।
৮) বোলপুর শান্তিনিকেতন: সন্ধ্যা ৬ টা ৫১ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৯) হাওড়া: রাত ৯ টা ২০ মিনিটে পৌঁছাবে।