Woman dead body recovered
পুকুরের জল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Bengal Times News, 29 August 2024
অতনু হাজরা, জামালপুর : পুকুরের জল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রথমে পরিচয় জানা না গেলেও পরে অবশ্য সেই মহিলার পরিচয় জানা যায়। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর তাঁতপুকুর এলাকার ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখেন ওই এলাকার পুকুর মালিক বিপ্রদাস ভট্টাচার্য। দেরি না করে তিনি জামালপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৃতদেহটি এমনভাবে জলে ভাসছিল যে এলাকার মানুষ সনাক্তকরণ করতে পারেনি। স্থানীয় বাসিন্দারা ওই মহিলার জামাকাপড় দেখে চিনতে পারেন এবং তারা জামালপুর থানায় যান। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়। জানা গেছে আঝাপুর স্কুলের ফুটবল মাঠ এলাকায় জন্মাষ্টমীর পুজো ছিল। সেই পুজো উপলক্ষে ২৭ আগস্ট মঙ্গলবার খিচুড়ি ভোগের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। আর এই মহিলা সেইদিন ওই মাঠে খিচুড়ি ভোগ গ্রহণ করে আর বাড়ি ফেরেননি। পরবর্তীকালে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে। জানা যায় মৃত ওই প্রৌঢ়ার নাম ভারতী রায়। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ও মেমারি থানার বর্ডার এলাকার আজাপুর স্কুল মাঠের পিছনে কেন্যা এলাকার বাসিন্দা। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। তবে সঠিক কি কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।