West Bengal Police
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে ৩০১ জন সাব ইন্সপেক্টর এর পদোন্নতি
Bengal Times News, 28 August 2024
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে ৩০১ জন সাব ইন্সপেক্টর এর পদোন্নতি হলো আজই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টর এর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সিনারিটি অনুযায়ী এই প্রমোশন দেওয়া হয়েছে। প্রমোশনের তালিকায় পূর্ব বর্ধমান জেলার ১৪ জন সাব ইন্সপেক্টর রয়েছেন এর মধ্যে দুজন লেডি সাব ইন্সপেক্টর রয়েছেন। সকলেই ইন্সপেক্টর পদে প্রমোশন পেয়েছেন।
পূর্ব বর্ধমানে ইন্সপেক্টর পদে প্রমোশনের তালিকায় রয়েছেন প্রসেনজিৎ দত্ত, নিতু সিং, সুদীপ্ত মুখার্জী, রণজিৎ মুখার্জী, পুষ্পেন্দু জানা, প্রদীপ কুমার রায়, পুলক মন্ডল, লাল্টু পান্ডে, সৈকত মন্ডল, হাসান পারভেজ, কুনাল বিশ্বাস, সুব্রত বেরা, দেবাশীষ নাগ, পায়েল মজুমদার।