ICC new chairman
আইসিসির ইতিহাসে সর্ব কনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত ভারতের জয় শাহ
Bengal Times News, 27 August 2024
বেঙ্গল টাইমস নিউজ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন জয় শাহ। জানা গেছে, ২৭ আগস্ট ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু তিনি ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। মাত্র ৩৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ব্যাটন হাতে নিতে চলেছেন তিনি। ইতিপূর্বে এত কম বয়সে আর কেউই আইসিসির চেয়ারম্যান হননি।
উল্লেখ্য বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে অবসর নিচ্ছেন। বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হবে আগামী নভেম্বর মাসে। এরপরেই আইসিসির মসনদে বসবেন সুদক্ষ ক্রিকেট প্রশাসক হিসেবে পরিচিত জয় শাহ। জানা গেছে, ইতিপূর্বে ভারত থেকে আইসিসির চেয়ারম্যান হয়েছেন চারজন। জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর। পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। কে এই জয় শাহ। আসলে বিখ্যাত বাবার বিখ্যাত পুত্র বিশ্বের আসনে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ'র একমাত্র পুত্র জয় শাহ যেমন একজন সফল ব্যবসায়ী, তেমনি একজন দক্ষ ক্রিকেট প্রশাসক। আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় ক্রিকেট দুনিয়ায় খুশির জোয়ার।