Rakshabandhan Utsav
বর্ধমান সহযোদ্ধা'র উদ্যোগে অনন্য রাখিবন্ধন উৎসব উদযাপন
Bengal Times News, 19 August 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : প্রতি বছরের মতো এবারও স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধা রাখি বন্ধন উৎসব উদযাপনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড়ে ড্রিম লাইফ হসপিটালের সহযোগিতায় রাখি বন্ধন উৎসবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়েছিলেন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, ভাইস চেয়ারম্যান আইনুল হক, বিশিষ্ট সমাজসেবী বাগবুল ইসলাম, বর্ধমান মহিলা থানার ইন্সপেক্টর ইন চার্জ কবিতা দাস, ইউনিভার্সিটি ইন্সটিটিউট অফ টেকনোলজি'র এন এস এস বিভাগের বিভাগীয় প্রধান শুভেন্দু বিশ্বাস, সমাজকর্মী সুখচাঁদ সেখ, ড্রিম লাইফ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর বসিরুদ্দিন মন্ডল, বর্ধমান সহযোদ্ধা'র চেয়ারম্যান সোমনাথ ভট্টাচার্য, পিবি নিউজ এর ডিরেক্টর সেখ রতন সহ অন্যান্যরা।
এদিন "বাংলার মাটি বাংলার জল ....." রাজ্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীতে অংশগ্রহণ করেন স্বাতী ব্যানার্জী, দেবনাথ মুখার্জী, যমুনা চ্যাটার্জী, কাজল সাহা, ফাল্গুনী দাস রজক, বীথি মল্লিক প্রমুখ। উদ্বোধনী সঙ্গীতের পর বর্ধমান সহযোদ্ধা 'র সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা সাবেকি পদ্ধতিতে শঙ্খ ধ্বনিতে উত্তরীয় ও রাখি পরিয়ে অতিথিদের বরণ করে নেন।
বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত ও সমাজসেবী বাগবুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে রাখিবন্ধনের তাৎপর্য উল্লেখ করে মহতী এই উৎসব উদযাপনের জন্য বর্ধমান সহযোদ্ধা'র ভূয়ষী প্রশংসা করেন।
বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস বক্তব্যে বলেন, বর্ধমান সহযোদ্ধা সারা বছর মানুষের পাশে থেকে সামাজিক কাজকর্মে যুক্ত থাকে। সমাজ সচেতনতা থেকে সংস্কৃতি, সম্প্রীতি সব ক্ষেত্রে বর্ধমান সহযোদ্ধা উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে কাজ করে। আজকের রাখিবন্ধনও সেই সব কর্মসূচিরই অঙ্গ।
সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন বর্ধমান সহযোদ্ধা'র সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক।
এদিন রাখিবন্ধন উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের পরে বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সহ বিশ্বজিৎ মল্লিক, ফাল্গুনী দাস রজক, সুচিত্রা মাল, দেবনাথ মুখার্জী, বীথি মল্লিক, যমুনা চ্যাটার্জী, স্বাতী ব্যানার্জী, কাজল সাহা সহ অন্যান্য সদস্যদের সঙ্গে পথ চলতি মানুষদের রাখি পরিয়ে মিষ্টি মুখ করান কাকলি তা গুপ্ত, বাগবুল ইসলাম, কবিতা দাস সহ বর্ধমান মহিলা থানার অন্যান্য আধিকারিকরা।
বর্ধমান সহযোদ্ধার সভাপতি জগন্নাথ ভৌমিক জানান, সমাজে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বর্ধমান সহযোদ্ধার সদস্যরা সারা বছর নিরলসভাবে কাজ করে। তবে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বিশেষ বার্তা দিতে প্রতি বছরের মতো এবারও রাখিবন্ধন উৎসব উদযাপনের আয়োজন করেছে। এবারের কর্মসূচির মূল লক্ষ্য রাখিবন্ধনের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সম্মান, শ্রদ্ধা ও সৌভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা। এদিন বর্ধমান সহযোদ্ধা পক্ষ থেকে পথ চলতি এক হাজার মানুষকে রাখি পরানোর সঙ্গে হাতে লাড্ডু তুলে দেওয়া হয়।