INSPIRE-2024
সৃজনশীল প্রতিভায় বর্ধমান মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের অনন্য নজির
Bengal Times News, 18 August 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সৃজনশীল প্রতিভা গুলো বিকশিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্ধমান মডেল স্কুল । "ইন্সপায়ার" শীর্ষক একটি অনুষ্ঠান প্রতি বছরই আয়োজিত হয়। এবারও দু'দিন ব্যাপি ১৭ এবং ১৮ আগস্ট বর্ণময় প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ পবিত্র চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক শিবকালী গুপ্তা, সমাজকর্মী সন্তোষ সাহা শিকদার, ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ এর সম্পাদক অচিন্ত্য কুমার মন্ডল, বর্ধমান মডেল স্কুলের প্রিন্সিপাল বিপিন বিহারী সিং, ভাইস প্রিন্সিপাল ইলা দাস সহ অন্যান্যরা।
দু'দিন ব্যাপি 'ইন্সপায়ার - ২০২৪' শীর্ষক বার্ষিক প্রদর্শনীতে সৃজনশীল প্রতিভা মেলে ধরার সুযোগ পেয়ে ছাত্র-ছাত্রীরা আনন্দে আপ্লুত। নিত্যনৈমিত্তিক পড়াশোনার বাইরে নিজেদের প্রতিভাকে একটু অন্যভাবে নান্দনিক আঙ্গিকে মেলে ধরেছে ছাত্র-ছাত্রীরা।
বর্ধমান মডেল স্কুল এর ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। স্কুলের বিশালাকার হলে ছাত্র-ছাত্রীরা গড়ে তুলেছে পার্লামেন্ট হাউস। যেখানে বসেছে যুব সংসদের অধিবেশন।
প্রদর্শনীতে বিজ্ঞানভিত্তিক বিষয়, হস্তশিল্প থেকে শুরু করে নাচে, গানে, নাটকের উপস্থাপনায় বর্ধমান মডেল স্কুলের ছাত্র-ছাত্রীরা এক অনন্য নজির সৃষ্টি করেছে। স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না কচিকাঁচা পড়ুয়া থেকে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা কি অসাধারণ শিল্পকর্মে সাজিয়ে তুলেছে প্রদর্শনী।