National Institute of Technology
আর জি কর কান্ডের প্রতিবাদে এন আই টি দুর্গাপুর এর প্রাক্তনীরা কলকাতার রাজপথে
Bengal Times News, 21 August 2024
অমিত মিত্র, কলকাতা : আর জি কর হাসপাতালের এম.ডি স্টুডেন্ট এবং মহিলা চিকিৎসকের নির্মম এবং নিষ্ঠুর হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ব উত্তাল হয়ে উঠেছে। সাধারণ মানুষ প্রতিদিনই রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। সকলের একটাই দাবি 'উই ওয়ান্ট জাস্টিস'।
ভারতবর্ষের অন্যতম খ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি- দুর্গাপুর' এর প্রাক্তনীরা ২১ আগস্ট এই একই স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিলেন। সঙ্গে পেয়েছিলেন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং অন্যান্য আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং প্রাক্তনীদের। কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ার থেকে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন।
উল্লেখ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি- দুর্গাপুর-এর প্রাক্তনীদের (NITDAA) এই মিছিলে ষাটের দশকের প্রাক্তনী থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত বিভিন্ন ব্যাচের ইঞ্জিনিয়াররা উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে তাঁদের দাবি এবং আবেদন জানান।
দুপুর আড়াইটাতে শুরু হওয়া এই মিছিল বিকাল পাঁচটায় ধর্মতলায় শেষ হয়। নিটডা'র তরফ থেকে প্রবীণ প্রাক্তনী ইঞ্জিনিয়ার সীমন্ত রায় চৌধুরী জানান, 'তাঁদের এই আন্দোলন এবং ডাক্তার ভাইদের আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন দোষীরা চরম শাস্তি না পাওয়া পর্যন্ত চলবে'।