SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

R G Kar Hospital আর জি কর কান্ডে ফুঁসছে মানুষ, দোষীদের শাস্তির দাবিতে বিরোধীদের পাশাপাশি রাজপথে মুখ্যমন্ত্রী


 

R G Kar Hospital 


আর জি কর কান্ডে ফুঁসছে মানুষ, দোষীদের শাস্তির দাবিতে বিরোধীদের পাশাপাশি রাজপথে মুখ্যমন্ত্রী


Bengal Times News, 17 August 2024

বেঙ্গল টাইমস নিউজ : কলকাতায় আর জি কর হাসপাতালে ঘৃণ্য কাণ্ডের প্রতিবাদ গর্জে উঠেছে সাড়া দেশ। ধিক্কার জানিয়ে ফুঁসছে সব মহল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে যখন পথে নামছে বিজেপি। ঠিক সেই সময় দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ আগস্ট রাজপথে হাতজোড় করে মিছিলে হেঁটেছেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন   তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, শতাব্দী রায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, ডাঃ শর্মিলা সরকার, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক অদিতি মুন্সি, লাভলি মৈত্র। তৃণমূল সাংসদ, বিধায়ক ও কর্মীদের মুখে স্লোগান, দোষীদের ফাঁসি চাই। রাজ্যের মানুষ হতচকিত। বিজেপি, সিপিআইএম থেকে রাজ্যের শাসক বিরোধীরা সমস্বরে কন্ঠ মিলিয়ে বলছেন, রাজ্যের ব্যর্থতার দায় ঝেড়ে ফেলতে মুখ্যমন্ত্রী পথনাটকে নেমেছেন। 

এদিকে আর জি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনা, পাশাপাশি রাজ্যে মহিলাদের অসুরক্ষা, একই সাথে আর জি করে তান্ডব চালানোর ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় আন্দোলন চলছে। পূর্বস্থলী দু'নম্বর ব্লকের কালেখাতলা বাজার এলাকায় বিজেপির অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালিত হয়‌। শুক্রবার বিকেল চারটে থেকে প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ চলে। আওয়জ একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি'র কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, মন্ডল সভাপতি সমর দাস সহ বিশিষ্ট বিজেপির কার্যকর্তারা। পাশাপাশি পূর্বস্থলী ১ নম্বর ব্লকের মাগনপুর মোড় এলাকায় বিজেপির তরফে একই দাবিতে পথ অবরোধ কর্মসূচি চলে।

অন্যদিকে পূর্ব বর্ধমানের জামালপুরে জমালপুর বিজেপির ১ নং মন্ডলের পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তা ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুর ব্রিজের কাছে পথ অবরোধ করা হয়। পথ অবরোধে নেতৃত্ব দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, জেলা কনভেনর তাপস চ্যাটার্জী, মহিলা মোর্চার সভানেত্রী শ্রাবন্তী মজুমদার ও মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। পরে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেন তাঁরা।

আরজিকর হসপিটাল কাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও চরম শাস্তির দাবিতে মেমারিতে পলিটেকনিক কলেজ ও মেমারি কলেজ থেকে দুটো পৃথক মিছিল বের হয়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মেমারি কলেজের অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই মিছিল সংগঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad