Died electric shock
মনসা মাতার পুজোর অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ১ মহিলা, আহত ৬ জন
Bengal Times News, 17 August 2024
সৈয়দ আবু জাফর, মন্তেশ্বর : প্রতি বছরে ন্যায় এবছরও মহা ধুমধামের সাথে মা মনসার পুজো অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার ভারুচা গ্রামে। আজ পুজোয় প্রথম দিনে পুজো চলাকালীন বহু মানুষের সমাগম হয়। ওই সময় পুজো প্রাঙ্গনে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হওয়ায় ৬ থেকে ৭জন মহিলা আহত হয়।
স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সকলকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। কদম হাজরা নামে এক মহিলাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । বাকি পাঁচ থেকে ছয় জন আহত মহিলাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক। মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।