SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Khel Divas পূর্ব বর্ধমানে বিপুল উৎসাহে খেলা হবে দিবস উদযাপন


 

Khel Divas 


পূর্ব বর্ধমানে বিপুল উৎসাহে খেলা হবে দিবস উদযাপন 


Atanu Hazra 
Bengal Times News, 16 August 2024

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : রাজ্যের প্রতিটি শহরে ব্লকে আজ ১৬ আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে খেলা হবে দিবস পালন করা হয়। পূর্ব বর্ধমানের কালনা ১ নং ব্লকের রসুলপুর নজরুল স্মৃতি সংঘের মাঠে একটি ফুটবল খেলার আয়োজনের মাধ্যমে খেলা হবে দিবস পালন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের কালনা ১ ব্লকের ব্যবস্থাপনায় আয়োজিত এই খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ অন্যান্যরা।

পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও পালন করা হয় খেলা হবে দিবস। সেলিমাবাদ তরুন সংঘের মাঠে (শিবি মাঠ) আয়োজন করা হয় খেলার। খেলায় অংশ গ্রহণকারী ৪ টি দল হলো বিডিও পার্থ সারথী দে'র নেতৃত্বে বিডিও একাদশ, এম এল এ অলক কুমার মাঝি'র নেতৃত্বে এম এল এ একাদশ, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খানের নেতৃত্বে পঞ্চায়েত সমিতি সভাপতি একাদশ ও জামালপুর থানার সেকেন্ড অফিসার নিমাই ঘোষের নেতৃত্বে ওসি একাদশ। প্রদীপ প্রজ্বলন করে খেলার শুভ সূচনা করেন বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল, ব্লক যুব আধিকারিক সমরেশ দেবনাথ, অনুপম চ্যাটার্জী সহ অন্যান্য অতিথিরা। প্রথম খেলা হয় বিডিও একাদশ ও ওসি একাদশের মধ্যে। ট্রাইবেকারে জয়লাভ করে ওসি একাদশ। দ্বিতীয় খেলাটি হয় পঞ্চায়েত সমিতি সভাপতি একাদশ ও এম এল এ একাদশ। এম এল এ একাদশে এম এল এ অলক মাঝি নিজে খেলায় অংশ নেন। এই খেলায় ৩ - ০ গোলে জয়লাভ করে ফাইনালে ওসি একাদশের মুখোমুখি হয় পঞ্চায়েত সমিতির সভাপতি একাদশ। ফাইনাল খেলার আগে নৃত্য পরিবেশন করেন ক্ষুদে শিল্পীরা। ফাইনালে ২- ০ গোলে জয়ী হয় পঞ্চায়েত সমিতি সভাপতি একাদশ। 

বিজয়ী ও বিজিত দলের হাতে সুন্দর দুটি ট্রফি তুলে দেওয়া হয়।খেলায় বেস্ট গোলকিপার নির্বাচিত হন মোস্তফা কাজী পঞ্চায়েত সমিতি সভাপতি একাদশ, ফাইনালে সেরা খেলোয়ার সিদ্ধার্থ রায় পঞ্চায়েত সমিতি সভাপতি একাদশ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় প্রীতম রায় ওসি একাদশ।বিজয়ী দলকে ট্রফি তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি, সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, সহ-সভাপতি ভূতনাথ মালিক। অলক মাঝি বলেন এই খেলা শুধু একটা প্রতিযোগিতা নয়।

 বাচ্চাদের মাঠমুখি করার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলা দিবস প্রচলন করেছেন। পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান খুব খুশী যে পঞ্চায়েত সমিতির সভাপতি একাদশ জয়লাভ করায়। তিনি বলেন যে খেলায় হার-জিত থাকবে কিন্তু এই খেলায় সকল মানুষকে নিয়ে এসে যুক্ত করা এবং আগামী প্রজন্মের কাছে এই বার্তা দেওয়া যে মোবাইল ফোনে আবদ্ধ না থেকে তারা যেন মোবাইল ফোন ছেড়ে মাঠ মুখী হয়। সেই কারণেই মুখ্যমন্ত্রী ক্লাব গুলোকে অনুদান দিয়েছেন।

অন্যদিকে মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের সহযোগিতায় দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের চোটখন্ড ফুটবল মাঠে খেলা হবে দিবসের প্রদর্শনী ম্যাচ করা হয়। পঞ্চায়েত সমিতি একাদশ বনাম বিডিও একাদশ দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় ২-১ গোলে বিডিও একাদশ জয়ী হয়। অনভ্যস্ত থাকলেও খেলার মাঠে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে ব্লক প্রশাসনের কর্মীরা সকলেই মাঠে নামেন। 

উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, খাদ্য কর্মাধ্যক্ষ গীতা দাস, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তসমিনা খাতুন, পূর্ত কর্মাধ্যক্ষ পার্থ দাস, কৃষি কর্মাধ্যক্ষ সমীরণ মজুমদার, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহঃ মহসিন, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মহঃ সাজাহান, শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, ব্লক প্রশাসনের যুব কল্যাণ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মাঠে খেলতে নামেন জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। একই সঙ্গে দলুই বাজার ২ এলাকার কন্যা, শর্ট পাটে প্রতিভাময়ী স্মৃতি মন্ডলকেও সম্বর্ধনা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad