Murderer arrest
সিট গঠনেই সাফল্য, বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুণী খুনের মূল অভিযুক্ত গ্রেপ্তার
Bengal Times News, 24 August 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর অঞ্চলের নান্দুরে আদিবাসী তরুণী খুনের মূল অভিযুক্ত গ্রেপ্তার। ঘটনার ৯ দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়লো অভিযুক্ত। ধৃতের নাম অজয় টুডু। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায়। এই খুনের ঘটনার তদন্তের কিনারা করার পিছনে জেলা পুলিশের গঠিত বিশেষ টিমের কৃতিত্ব রয়েছে বলে দাবী করেন পুলিশ সুপার আমনদীপ।
আর জি কর কান্ডের প্রতিবাদের পাশাপাশি নান্দুরে তরুণী খুনে দোষীদের গ্রেপ্তারের দাবীতে বর্ধমানের রাজ পথে মিছিল করেছিল চিকিৎসক, বুদ্ধিজীবী থেকে আদিবাসী সংগঠন থেকে রাজনৈতিক দল গুলিও। ফলে জেলা পুলিশ অপরাধী কে ধরতে আদা-জল খেয়ে নেমেছিল। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে তরুণী খুনের মূল অভিযুক্ত অজয় টুডু কে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ টিম। শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার আমনদীপ। পুলিশ সুপার জানান, মৃতা তরুণীর সঙ্গে ধৃতের প্রেমের সম্পর্ক ছিল। প্রেম ঘটিত কারণেই তরুণীকে খুন করেছিল। তিনি আরও জানান, ১৪ আগষ্ট ধৃত অজয় তরুণীর সঙ্গে দেখা করতে আসে এবং তর্কাতর্কি হয় দুজনের মধ্যে। এরপরেই ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায় ধৃত। এই ঘটনায় তদন্তে নেমে জেলা পুলিশ প্রথমে ৯ জনের “সিট” তৈরী করে এবং তদন্তের স্বার্থে পরে ৩১জনের “সিট” গঠন করে। এর জেরেই মূল অভিযুক্ত ধরা পরে পাঁশকুড়া থেকে। খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র ও ব্যবহৃত জামা-কাপড় উদ্ধার হয়েছে।