সাবেকিয়ানার সন্ধানে - ২০২৪, প্রেস্টিজিয়াস প্রতিযোগিতা
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : সাবেকিয়ানার সন্ধানে - ২০২৪, বাংলার কৃষ্টি ও ঐতিহ্যের মোড়কে মেগা প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উপস্থাপনায় এবং বর্ধমান সহযোদ্ধা'র উদ্যোগে প্রেস্টিজিয়াস এই প্রতিযোগিতা আয়োজিত হবে বর্ধমান শহরে। এক কথায় প্রতিযোগিতায় বিজয়ী হয়ে স্টার হওয়ার সুবর্ণ সুযোগ।
বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিযোগিতায় অংশ নিতে হলে দেরি না করে চটজলদি এন্ট্রি ফি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে পারেন। ১ সেপ্টেম্বর রবিবার থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে। এদিন বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে রন্ধনে সাবেকিয়ানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৭ সেপ্টেম্বর শনিবার নক্ষত্র ২.০ (জি টি রোড, মুচি পাড়া) -তে অনুষ্ঠিত হবে পোশাকে সাবেকিয়ানা ও সেরা জুটি প্রতিযোগিতা। ১৫ সেপ্টেম্বর রবিবার বর্ধমান সর্বমঙ্গলা মন্দির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আঁকো তুমি আলপনা এবং ঢাক কাঁসরে ধুনুচি নাচ। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে ২৮ সেপ্টেম্বর শনিবার সংস্কৃতি লোকমঞ্চে।
বিশদ জানতে নিচের প্রতিটি পাতা দেখুন।