SBI contractual workers
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ীকরণের দাবিতে সরব
Bengal Times News, 25 August 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ীকরণের দাবিতে সরব হয়ে উঠেছে। পূর্ব বর্ধমান জেলার বার্ষিক সম্মেলনে এই দাবির পক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কন্ট্র্যাকচুয়াল ওয়ার্কারস অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব জোরালো আওয়াজ তোলেন। ২৫ আগস্ট রবিবার বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত মজুমদার, সাধারন সম্পাদক দিলীপ বেড়া, কোষাধ্যক্ষ বিক্রম নায়েক সহ আরও কেন্দ্রীয় নেতৃত্ব ও অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক দেবব্রত পাল, মুর্শিদাবাদ জেলার সম্পাদক শুভ রায়, নদীয়া জেলা সম্পাদক জগন্নাথ বাগচি, হাওড়া জেলা সম্পাদক সুরেশ সাউ। এছাড়া পূর্ব বর্ধমান জেলার সমস্ত নেতৃবৃন্দও এই সভায় উপস্থিত ছিলেন। এদিনের সভা সুশৃঙ্খল ভাবে পরিচালনা করেন পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সুদীপ মন্ডল।
উল্লেখ্য কন্ট্র্যাকচুয়াল ওয়ার্কারদের দীর্ঘদিনের দাবি তাদের কন্ট্র্যান্ট প্রথা বাতিল করে স্থায়ী কর্মীর মর্যাদা দিতে হবে। এদিনের সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে বলেন, ব্যাঙ্কের সমস্ত রকম কাজ চুক্তিভিত্তিক কর্মীরা করে থাকেন। গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে ভাউচার সাজানো, নোট বাইন্ডিং, রেকর্ড সংরক্ষণের কাজ, ডেসপ্যাচ করা, ভল্ট খোলা, লকার খোলা ইত্যাদি। এক কথায় ব্যাঙ্কিং বিভাগের সমস্ত রকম কাজ এই হাউস কিপিং স্টাফরাই করে থাকেন। অথচ চুক্তিভিত্তিক কর্মীরাই অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন।
এছাড়া এই সম্মেলন থেকে তাঁরা সমস্বরে দাবি তোলেন ব্যাঙ্ক ম্যানেজমেন্ট এবং কোম্পানির অত্যাচার চিরাচরিত ভাবে বন্ধ করতে হবে।