Murder
বৌদিকে খুনের দায়ে দেওর এর যাবজ্জীবন
Bengal Times News, 7 August 2024
সৈয়দ আবু জাফর, কালনা : বৌদিকে খুনের দায়ে দেওর কে যাবজ্জীবন সাজা দিল আদালত। প্রায় দশ বছর আগেকার ঘটনা। দড়ি দিয়ে বাধার পর বৌদিকে গায়ে কেরোসিন তেল ঢেলে খুন করেছিল। দেওর। মন্তেশ্বর থানার সাহাপুর গ্রামের ঘটনা। শ্বশুর বাড়ির ন'জন সদস্যের বিরুদ্ধে মামলা রুজু হয়। বিচারে আট জন খালাস পেলেও অভিযুক্ত দেওর গৌতম হাজরা কে কালনা মহকুমা আদালতের বিচারক দোষী সাব্যস্ত করে।
জানা যায়, ২০১৪ সালের ৭ নভেম্বর সকালে বৌদিকে ঘুম থেকে ডেকে তাঁর গায়ে দড়ি জড়িয়ে, কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে খুন করার অভিযোগ ওঠে শ্বশুর বাড়ির ন'জন সদস্যের বিরুদ্ধে। বুধবার সেই মামলারই রায় ঘোষণা হয়।
সরকার পক্ষের আইনজীবী সিদ্ধার্থ শংকর মন্ডল বলেন, এক গৃহবধূকে গায়ে আগুন দিয়ে খুন করার অভিযোগ ওঠে নয় জনের বিরুদ্ধে, আদালতের বিচারক অনির্বাণ রায় ন'জন কে খালাস দিয়েছেন ।অভিযুক্ত দেওর কে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেন। আজ বুধবার অভিযুক্তকে যাবজ্জীবন সাজা শোনান।