Photo Walk
চন্দননগরে বিপুল উৎসাহে প্রথমবার আয়োজিত হলো 'ফটোওয়াক'
Bengal Times News, 6 August 2024
অমিত মিত্র, চন্দননগর : কলকাতার বাইরে শহর গুলোর মধ্যে চন্দননগর উল্লেখযোগ্য। ইতিহাস সমৃদ্ধ এই শহরে ৪ আগস্ট 'চন্দননগর ফেসবুক গ্রুপ' আয়োজন করেছিল 'ফটোওয়াক'। খুব উৎসাহ ও উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হলো। 'ফটোওয়াক' অনুষ্ঠানে মেন্টর হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার প্রসিদ্ধ 'ফটোগ্রাফি ক্লাব অফ ইন্ডিয়া'র পাঁচজন সদস্য। ৭২ জন উৎসাহী আলোকচিত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চন্দননগর স্ট্যান্ডের পাতাল বাড়ির বিপরীত গলিতে অবস্থিত 'গ্যালারি দে মঁসিয়ে সুর' থেকে ঠিক দুপুর ৩টে তে এই 'ফটোওয়াক' অনুষ্ঠান শুরু হয়। চন্দননগর স্ট্রান্ড হয়ে সেক্রেট চার্চ গির্জা পর্যন্ত আলোকচিত্রীরা বিভিন্ন ঐতিহাসিক স্থান, গঙ্গার প্রাকৃতিক নৈসর্গ এবং নানা ধরনের ছবি তোলেন।
চন্দননগর ফেসবুক গ্রুপের অন্যতম অ্যাডমিন অভিজিৎ ঘোষ জানালেন, যে প্রত্যেক অংশগ্রহণকারী আলোকচিত্রী'র দুটি করে ছবি তাদের ফেসবুক গ্রুপে আগামী দিনে পোস্ট করা হবে এবং 'ফটোগ্রাফি ক্লাব অফ ইন্ডিয়া'র মেন্টর দ্বারা নির্বাচিত প্রায় ষাটটি ছবি আগামী দিনে 'গ্যালারি দে মঁসিয়ে সুরে' প্রদর্শিত হবে।
ওই দিন চন্দননগর ফেসবুক গ্রুপের তরফ থেকে তাদের একাদশ প্রতিষ্ঠা দিবসও পালন করা হয়। চন্দননগরের বুকে এই রকম 'ফটোওয়াক' এই প্রথম সফলভাবে আয়োজন করার জন্য স্বাভাবিকভাবেই চন্দননগরবাসীরা আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছেন।