প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য'র জীবনাবসান, শোকস্তব্ধ পশ্চিমবঙ্গ
বেঙ্গল টাইমস নিউজ : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকাল ৮.২০ মিনিটে পাম এভিনিউর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, সিপিআইএম পার্টির পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংস্কৃতি, চলচ্চিত্র, সাংবাদিকতা সহ নানান ক্ষেত্রের বিশিষ্টজন। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন। আগামীকাল শেষ যাত্রায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেবে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমন জনিত কারণে অসুস্থ ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত তিনদিন জ্বরে ভুগছিলেন। ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী। ১৯৪৪ সালের ১ মার্চ উত্তর কলকাতায় তাঁর জন্ম হয়। তিনি শ্যামবাজারের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ১৯৬১ সালে এই স্কুল থেকেই তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্র রাজনীতিতে যোগ দেন। তিনি ছিলেন একজন প্রকৃত কমিউনিস্ট।
ছাত্র রাজনীতি থেকেই উঠে এসে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুর্শি তে আসীন হয়েছিলেন। তিনি মরণোত্তর চক্ষু এবং দেহ দান করে যান। তাঁর ইচ্ছে মতোই বৃহস্পতিবার সকালে চক্ষুদান পর্ব তাঁর বাড়িতেই হয়। আজ পিস হেভেনে শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। শুক্রবার পিস হেভেন থেকে তাঁর মরদেহ বিধানসভায় এবং আলিমুদ্দিন এ নিয়ে যাওয়া হবে। সব শেষে এনআরএস হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হবে।
ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী দলের পক্ষ থেকে মেমারি শহরে একটি শোক মিছিল করা হয়। দক্ষিণ মেমারি থেকে শুরু করে জিটি রোড চকদিঘী মোড়, কৃষ্ণবাজার, রেলগেট, স্টেশন বাজার, নিমতলা হয়ে বামুনপাড়া মোড়ে শেষ হয়। এই শোক মিছিলে অভিজিৎ কোঙার, সনৎ ব্যানার্জী, প্রশান্ত কুমার, ইন্তাজ আলি দফাদার সহ জেলা ও লোকাল স্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ পা মেলান।
আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড়ে ভারতীয় কমিউনিস্ট পার্টির পূর্বস্থলী ১ এরিয়া কমিটির উদ্যোগে দলীয় পতাকা ও ফুলে শেষ শ্রদ্ধা জানানো হয়। আজ তারা একটি শোক মিছিল করেন। যা সমুদ্রগড় রেল বাজার কুতির ডাঙ্গা মোড় হয়ে নসরতপুর সিপিআইএম পার্টি অফিসে এসে শেষ হয়। পার্টি অফিসে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।