SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য'র জীবনাবসান, শোকস্তব্ধ পশ্চিমবঙ্গ


 

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য'র জীবনাবসান, শোকস্তব্ধ পশ্চিমবঙ্গ 



বেঙ্গল টাইমস নিউজ : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকাল ৮.২০ মিনিটে পাম এভিনিউর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, সিপিআইএম পার্টির পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংস্কৃতি, চলচ্চিত্র, সাংবাদিকতা সহ নানান ক্ষেত্রের বিশিষ্টজন। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন। আগামীকাল শেষ যাত্রায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেবে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমন জনিত কারণে অসুস্থ ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত তিনদিন জ্বরে ভুগছিলেন। ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী। ১৯৪৪ সালের ১ মার্চ উত্তর কলকাতায় তাঁর জন্ম হয়। তিনি শ্যামবাজারের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ১৯৬১ সালে এই স্কুল থেকেই তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্র রাজনীতিতে যোগ দেন। তিনি ছিলেন একজন প্রকৃত কমিউনিস্ট। 

ছাত্র রাজনীতি থেকেই উঠে এসে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুর্শি তে আসীন হয়েছিলেন। তিনি মরণোত্তর চক্ষু এবং দেহ দান করে যান। তাঁর ইচ্ছে মতোই বৃহস্পতিবার সকালে চক্ষুদান পর্ব তাঁর বাড়িতেই হয়। আজ পিস হেভেনে শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। শুক্রবার পিস হেভেন থেকে তাঁর মরদেহ বিধানসভায় এবং আলিমুদ্দিন এ নিয়ে যাওয়া হবে। সব শেষে এনআরএস হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হবে। 

ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী দলের পক্ষ থেকে মেমারি শহরে একটি শোক মিছিল করা হয়। দক্ষিণ মেমারি থেকে শুরু করে জিটি রোড চকদিঘী মোড়, কৃষ্ণবাজার, রেলগেট, স্টেশন বাজার, নিমতলা হয়ে বামুনপাড়া মোড়ে শেষ হয়। এই শোক মিছিলে অভিজিৎ কোঙার, সনৎ ব্যানার্জী, প্রশান্ত কুমার, ইন্তাজ আলি দফাদার সহ জেলা ও লোকাল স্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ পা মেলান।

আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড়ে ভারতীয় কমিউনিস্ট পার্টির পূর্বস্থলী ১ এরিয়া কমিটির উদ্যোগে দলীয় পতাকা ও ফুলে শেষ শ্রদ্ধা জানানো হয়। আজ তারা একটি শোক মিছিল করেন। যা সমুদ্রগড় রেল বাজার কুতির ডাঙ্গা মোড় হয়ে নসরতপুর সিপিআইএম পার্টি অফিসে এসে শেষ হয়। পার্টি অফিসে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad