IJA
ভারতের প্রাচীনতম সাংবাদিক সংগঠন আইজেএ'র উদ্যোগে বর্ণময় প্রাক স্বাধীনতা দিবস উদযাপন
Bengal Times News, 13 August 2024
অভিরূপ আচার্য, কলকাতা : ভারতের প্রাচীনতম সাংবাদিক সংগঠন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এক অনন্য আনন্দ সন্ধ্যার আয়োজন করেছিল। ১০ আগস্ট কলকাতা প্রেস ক্লাবে ভারতের প্রাক স্বাধীনতা দিবস উদযাপন করলো আইজেএ। কথায়, কবিতায় গানে অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। রাজধানী কলকাতা থেকে জেলার প্রত্যন্ত গ্রামের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। কয়েকশো সাংবাদিকের উপস্থিতিতে প্রেস ক্লাব কলকাতা ছিল সরগরম। এককথায় সাংবাদিক বন্ধুদের মধ্যে যাঁরা উপস্থিত হতে পারেননি তাঁরা আনন্দের ছোঁয়া থেকে বঞ্চিত হলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্যারাটে প্রদর্শনী সহ বিভিন্ন গুনীজনদের সংবর্ধনায় অনুষ্ঠান এক অনন্যমাত্রা পায়। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে সাংবাদিক, আইনজীবী, সঙ্গীতশিল্পী, টলিউড অভিনেতা, ক্রীড়াবিদ, উদ্যোগপতি সহ সমাজের বিভিন্নস্তরের মানুষজন আসেন প্রাক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে। ১০২ বছরের বেশি সময়কাল ধরে সাংবাদিক সংগঠন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সমাজে বিভিন্ন জনহিতকর কাজ করে চলেছে।
১০ আগস্ট কলকাতা প্রেস ক্লাবে এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক, দৈনিক স্টেটসম্যান পত্রিকার সম্পাদক শেখর সেনগুপ্ত, সিটি সেশন কোর্টের সিনিয়র পিপি অলোক দাস, পূর্ব রেলের প্রাক্তন জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী, বিশিষ্ট উদ্যোগপতি ও সমাজসেবী অচিন্ত্য কুমার মন্ডল, সঙ্গীত পরিচালক অশোক ভদ্র, বিশিষ্ট কবি হাসমত জালাল, অনুষ্ঠানের কো-অর্ডিনেটর জিগর রমেশ যোশী সহ বেশ কয়েকজন প্রবীণ সাংবাদিক এবং অন্যান্য বিশিষ্টজন।
ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর রাজ্য সম্পাদক দেবাশিস দাস, রাজ্য সভাপতি কে ডি পার্থ জানান - "আইজেএ'র ইতিহাসে এই ধরনের অনুষ্ঠান এক নতুন সংযোজন। সারা বছর রাজ্যের পাশাপাশি সংগঠনের জেলা শাখাগুলো সাংবাদিক স্বার্থে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও সংগঠন সারা বছর সাংবাদিকদের আপদে বিপদে পাশে থাকে"।