পঞ্চায়েতের কাজের খতিয়ান তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ
Bengal Times News, 10 August 2024
বেঙ্গল টাইমস নিউজ : স্বচ্ছ পঞ্চায়েত এর সাফল্যের ১ম বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চায়েত অফিসগুলো আলোকসজ্জায় সেজে উঠেছে। শুক্রবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত আলো জ্বলবে। একইসঙ্গে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের এক বছরের কাজের খতিয়ান তুলে ধরা হয় ও আগামী এক বছরে কি কি করতে হবে এলাকাবাসীর কাছে অঙ্গীকার করে শ্বেতপত্র প্রকাশ করা হয়।
কোথাও এলাকাবাসীদের হাতে গাছের চারা প্রদান, আবার কোথাও বস্ত্র প্রদান করা হয়। সারা পশ্চিমবঙ্গের কোথাও এধরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে কিছু জানা না থাকলেও মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর নেতৃত্বে ব্লকের দশটি পঞ্চায়েতে এই কাজ করা হয়। মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ও পূর্ব বর্ধমান জিলা পরিষদ এর কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জীর উপস্থিতিতে দশটি পঞ্চায়েতেই শ্বেতপত্র প্রকাশ করে সাধারণ মানুষের কাছে পঞ্চায়েতের দায়বদ্ধতার কথা বলেন। ব্লক সভাপতির এই উদ্যোগে দলীয় কর্মী সমর্থক সহ এলাকাবাসী সাধুবাদ জানান।