Two women arrested
আরপিএফ এর প্রচেষ্টায়, ৬৫ কেজি গাঁজা সহ দুই মহিলাকে গ্রেপ্তার
Bengal Times News, 24 July 2024
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : হাওড়া স্টেশনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) একটি বড় মাদক পাচারের প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করেছে। হাওড়া আরপিএফের সতর্ক কর্মকর্তারা এবং কর্মীরা সাবওয়ে দিক থেকে একাধিক ভারী ট্রলি নিয়ে দুজন মহিলাকে সন্দেহজনকভাবে প্রবেশ করতে দেখেন। অসাধারণ সতর্কতার সঙ্গে আরপিএফ দলটি তাদের অনুসরণ করে এবং আটক করে।
প্রশ্ন করার পর, মহিলারা স্বীকার করেন যে তাদের ট্রলিগুলিতে গাঁজা রয়েছে। আরপিএফের তল্লাশিতে মোট ৬৫ কেজি গাঁজা পাওয়া যায়। ২২ জুলাই ওই গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই মহিলাকে আটক করে আইনি ব্যবস্থার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এর হাতে তুলে দেওয়া হয়।
পূর্ব রেলওয়ে সূত্রে জানা যায়, আরপিএফ কর্মকর্তাদের এবং কর্মীদের দ্রুত পদক্ষেপের মাধ্যমে গাঁজা পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য পদস্থ আধিকারিকরা প্রশংসা করেন। এই ঘটনা পূর্ব রেলওয়ের যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার এবং রেলওয়ে পরিষেবার সততা বজায় রাখার অটল প্রতিশ্রুতি প্রকাশ করে।