SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Budget 2024 কেমন হলো কেন্দ্রীয় বাজেট, এক ক্লিকে দেখে নিন


 

 Budget 2024 


কেমন হলো কেন্দ্রীয় বাজেট, এক ক্লিকে দেখে নিন 


Abhirup Acharya 
Bengal Times News, 23 July 2024

অভিরূপ আচার্য, নতুন দিল্লি : মঙ্গলবার ২৩ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। একঘন্টা তেইশ মিনিটের ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের পরিকাঠামো উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প আনার কথা বলেছেন। 

সারা দেশে এক কোটি যুবকের জন্য ৫ হাজার টকা করে মাসিক ভাতার সঙ্গে ইন্টার্নশিপ ঘোষণা করা হয়েছে এই বাজেটে। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে ৪.১ কোটি যুবকের জন্য কর্মসংস্থান, দক্ষতা ও অন্য সুযোগ সুবিধার জন্য দুই লক্ষ কোটি টাকা ব্যয় করবে কেন্দ্র।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ভাষনে ঘোষণা করেছেন ৮০ কোটি মানুষের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা হবে। এক কোটি পরিবার প্রতিমাসে ৩০০ ইউনিট পর্যন্ত সৌর বিদ্যুৎ বিনামূল্যে পাবে। কর্মজীবী মহিলা হস্টেল তৈরি করা হবে।

পূর্বাঞ্চলের উন্নয়নে শিল্প করিডরকে সমর্থন করা হবে। উত্তর-পূর্বে পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একশোটি শাখা স্থাপন করা হবে। ই-কমার্সে টিডিএসের হার ০.১ শতাংশে নামিয়ে আনা হবে। শহুরে আবাসনের জন্য আগামী পাঁচ বছরে ২.২ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা-সহ ১০ লক্ষ কোটি টাকা খরচ করা হবে। 

ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনালগুলিকে শক্তিশালী করা হবে এবং পুনরুদ্ধারের গতি বাড়াতে অতিরিক্ত ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। এমএসএমই-র জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা হবে। দেশে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের বন্দোবস্ত করা হবে।

মহাকাশ অর্থনীতির জন্য হাজার কোটির তহবিল তৈরির প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

নতুন ও পুরনো কর কাঠামোয় আয়করের হার অপরিবর্তিত থাকবে, নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭৫ হাজার টাকা করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

অন্ধ্রের রাজধানীর উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অন্যদিকে তিনি বিহারকে ৫৭.৫ হাজার কোটি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিহারের পিরপাইন্টিতে ২৪০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। এছাড়া বিহারে বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হবে। বিশ্বের অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও ভারতের অর্থনীতি উজ্জ্বল, সামনের বছরগুলিতও তাই থাকবে এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, জিএসটি সাধারণ মানুষের ওপর কর হ্রাস করেছে। শিল্পের জন্য লজিস্টিক খরচ হ্রাস করেছে। আগামী পাঁচ বছরে পরিকাঠামোর জন্য শক্তিশালী আর্থিক সহায়তা দেওয়া হবে।

অর্থমন্ত্রী ঘোষণা করেছেন তিনটি ক্যান্সারের ওষুধ শুল্ক থেকে অব্যাহতি পাবে। মোবাইল ফোন ও মোবাইল পিসিবিএস এবং মোবাইল চার্জারের বিসিডি কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। 

কলকাতা মেট্রোর জন্য ৩০৬ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি হলো। ফলে ৬০০ কোটি থেকে বরাদ্দ বেড়ে হল ৯০৬ কোটি টাকা হয়েছে। পাশাপাশি, জোকা-বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পে ৪০০ কোটি বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বিমানবন্দর-নিউ গড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে ৪১ কোটি বরাদ্দ বৃদ্ধি হয়েছে। হাই স্পিড ট্রেনের জন্য বাজেটে বরাদ্দ বেড়ে ২১ হাজার কোটি টাকা। গত অর্থবর্ষে বরাদ্দ ছিল ১৮ হাজার ৫৯২ কোটি টাকা।

কী কী সস্তা হল ?

□ সোনা, রুপো এবং প্লাটিনাম।

□ আমদানি করা গয়না।

□ মোবাইল ফোন এবং চার্জার।

□ লিথিয়াম ব্যাটারি, বৈদ্যুতিন গাড়ি।

□ ক্যান্সারের ওষুধ।

□ মাছের খাবার, চামড়ার জিনিস।

□ কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল এবং             পিভিসি ফ্লেক্স-ব্যানার।

□ ২৫টি অত্যাবশ্যক খনিজ পদার্থ

□ বৈদ্যুতিক তার, এক্স-রে মেশিন

সোলার সেট

নতুন আয়কর কাঠামো কী হল ?

□০ থেকে ৩ লক্ষ আয়- কর দিতে হবে না।

□ ৩ থেকে ৭ লক্ষ আয়- ৫% কর

□ ৭ থেকে ১০ লক্ষ আয়- ১০% কর

□ ১০ থেকে ১২ লক্ষ আয়- ১৫% কর

□ ১২ থেকে ১৫ লক্ষ আয়- ২০% কর

□ ১৫ লক্ষের বেশি আয়- ৩০% কর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad