Rath Yatra
ঐতিহ্যবাহী কুলিন গ্রামের রথে মানুষের ঢল
Atanu Hazra
Bengal Times News, 7 July 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কুলীন গ্রামের জগন্নাথ দেবের রথ যেমন প্রাচীন তেমনই ঐতিহ্যবাহী। জনশ্রুতি আছে এখানকার রথের দড়ি যেত পুরীর জগন্নাথদেবের রথে। আজ রথযাত্রার দিনে কুলীন গ্রামের জগন্নাথ মন্দির এবং তার সংলগ্ন এলাকায় তিল ধারনের জায়গা নেই। প্রচুর ভক্ত সমাগম হয় আজকের দিনে। মানুষের মধ্যে উদ্দীপনা দেখা যায় একটু রথের দড়ি টানার বা একটু ছোঁয়ার জন্য। বিশেষ পূজা অর্চনা করে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলদেব কে তোলা হয় রথে। বিকালে শুরু হয় রথ টানা। হাজার হাজার মানুষ রথের সাথে চলেন পূণ্য সঞ্চয়ের আশায়। আজ সকলের সাথে রথের দড়িতে টান দেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। এদিন রথ তলায় তৃণমূলের পক্ষ থেকে একটি জলসত্র খোলা হয়। সেখানে সাধারণ মানুষকে জল ও বাতাসা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সহ অঞ্চল সভাপতি রমেন্দ্রনাথ কোঙার, উপ প্রধান শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা।