ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দ্য ডেফ ২০২৪ আয়োজিত হলো বর্ধমানে
Bengal Times News, 8 July 2024
বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব বর্ধমান : ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দ্য ডেফ ২০২৪ আয়োজিত হলো বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল মাঠে। বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ এর সহযোগিতায় ১৯ তম এই ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। এই টুর্নামেন্ট হোস্ট করেছে অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল অফ দ্য ডেফ (ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন)।
নদীয়া, চব্বিশ পরগনা, জলপাইগুড়ি, কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া সহ বিভিন্ন এলাকার মুক ও বধির ফুটবল খেলোয়াররা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সমস্ত নিয়ম নীতি মেনে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ এর পক্ষ থেকে এই ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এই খেলার অনুষ্ঠানে উপস্থিত সকলেই খুবই অভিভূত হন।
এদিনের টুর্নামেন্টে আগত সকল খেলোয়াড় সহ সমস্ত অতিথিবৃন্দের জন্য দুপুরের খাবারের বন্দোবস্ত করেছে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস পূর্ব বর্ধমান জেলা শাখা। মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি এবং ডিমের ঝোল। জানালেন ডাঃ শৈলেন্দ্রনাথ মুখার্জী মুক ও বধির বিদ্যালয়ের প্রিন্সিপাল তথা পূর্ব বর্ধমান জেলা হিউম্যান রাইটসের মহিলা বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্তুতি দেবী। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি সেখ হাফিজুল রহমান, সহ সভাপতি মহিলা সেল স্তুতি দেবী, হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গ বোর্ডের সহ সভাপতি তামান্না সারমিন, জেলা সম্পাদক মহম্মদ সামিম ও বিশিষ্ট সমাজসেবী সবুর আলি সহ অন্যান্য সদস্যরা।