একুশে জুলাই কলকাতায় শহীদ স্মরণের সমাবেশকে সফল করে তুলতে পদযাত্রা ও সভা
Bengal Times News, 6 July 2024
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : একুশে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের সভাকে সাফল্য মন্ডিত করতে একটি পদযাত্রা আয়োজিত হলো ধাত্রীগ্রামে। ৬ জুলাই এই পদযাত্রায় পা মেলান বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ ডাঃ শর্মিলা সরকার। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন। ধাত্রীগ্রাম এলাকার উর্বশ্রী হলে একটি সভাও হয়। এই সভায় তৃণমূল কংগ্রেস কর্মীরা সাংসদ শর্মিলা সরকারকে সংবর্ধিত করে।
সভা শেষে ধাত্রীগ্রামের উর্বশী হল থেকে ধাত্রীগ্রামের নবদ্বীপ মোড় পর্যন্ত একুশে জুলাই এর শহীদ স্মরণের সভাকে সাফল্যমন্ডিত করার সমর্থনে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের এই কার্যক্রমে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ শর্মিলা সরকার সহ ছিলেন ষ কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক নসহ বিশিষ্ট জনেরা।
এদিকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে শনিবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ২১ জুলাই এর শহীদ স্মরণের সমাবেশকে সফল করে তুলতে একটি প্রস্তুতি বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ডঃ শিখা দত্ত সেনগুপ্ত, বর্ধমান শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আলপনা হালদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মিঠু মাঝি সহ অন্যান্য নেতৃত্ব।