Death anniversary of Vidyasagar
প্রয়াণ বার্ষিকীতে বর্ণপরিচয় এর জনক পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর-কে স্মরণ
Bengal Times News, 29 July 2024
বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব বর্ধমান : বর্ণপরিচয় এর জনক পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ১৩৩ প্রয়াণ বার্ষিকী আজ সারা রাজ্য জুড়ে পালিত হলো। পূর্ব বর্ধমানের গ্রাম থেকে শহরের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পন্ডিত ঈশ্বর চন্দ্র কে স্মরণ করা হয়। আজ জামালপুরের বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠে সম্মান ও শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করা হয়। বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক। বিদ্যালয়ের প্রাণ পুরুষ প্রশান্ত কুমার বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শিক্ষক শেখ নূর আলী। সকল শিক্ষক শিক্ষিকারা বিদ্যাসাগরের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।
ছাত্র ছাত্রীদের কাছে বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক, সহ শিক্ষক শেখ নূর আলী ও অতনু হাজরা। দেবাশীষ বাবু বলেন দেশের এই বরণ্যে মহাপুরুষদের জীবনী অবশ্যই জানা উচিত ছাত্র ছাত্রীদের। আজ বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাঁরা সেই চেষ্টাই করেছেন বলে তিনি জানান।
অন্যদিকে মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৩ তম প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা জানাল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়। তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রবীণ শিক্ষক কমল সাহা ও শিক্ষাকর্মী তরুণ দাস। পুষ্পার্ঘ অর্পণ করে ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে শিক্ষক দীপ্তসুন্দর মুখোপাধ্যায় বলেন, কোন মহামানবকে স্মরণ করতে হলে তাঁকে সামগ্রিকভাবে বুঝতে হবে। বিদ্যাসাগর মানে শুধু বর্ণপরিচয়, স্ত্রীশিক্ষা প্রসার বা বাল্যবিবাহ রোধ নয়। কিভাবে তিনি সমকালকে দেখেছেন এবং কিভাবে সব বাধা অগ্রাহ্য করে কঠিনতর সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়িত করেছেন, কোথায় কোথায় তাঁর বৈপ্লবিক ভাবনা সমাজ রাজনীতি ও শিক্ষার অঙ্গনে কার্যত প্রত্যাখ্যাত হয়েছে আর কেনইবা এসব বিষয়ে গভীর পর্যালোচনার দরকার আছে। পরিবর্তমান রাজ্য ও দেশের প্রেক্ষাপটে তাঁর মানসিকতা বোঝা ও আত্মস্থ করতে পারলে তবে শ্রদ্ধা নিবেদন সার্থক হয়।
একই সাথে আজ শিক্ষক রাজারাম হেমব্রমের তত্ত্বাবধানে বিদ্যালয়ের প্রবেশবীথির উভয় পার্শ্বে সারিবদ্ধভাবে ঝাউচারা রোপণ করে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা।
শিক্ষক অনুপকুমার দত্ত জানান, বিদ্যালয়ে অনেকরকম গাছ থাকলেও ঝাউ গাছ এই প্রথম বসানো হল। উইপিং জাতির এই ঝাউগাছগুলি সবুজ এই বিদ্যালয়কে আরও দৃষ্টিনন্দন করে তুলবে।