তারকেশ্বর : পুণ্যার্থীদের জন্য জামালপুরে তৃণমূলের জলসত্র
Bengal Times News, 30 July 2024
অতনু হাজরা, জামালপুর : শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসেন তারকেশ্বরে। শ্রাবন মাস জুড়ে তারকেশ্বরে চলে মেলা। এই সময় তারকেশ্বরে বিপুল সংখ্যক ভক্ত সমাগম হয়। শুধু এই রাজ্যেই নয় ভিন রাজ্য থেকেও প্রচুর ভক্ত পুণ্য অর্জনের জন্য আসেন বাবার মাথায় জল ঢালতে। পূর্ব বর্ধমানের জামালপুর দিয়ে হেঁটে এবং গাড়ি চড়ে ভক্তরা তারকেশ্বরে যান। সেই ভক্ত সাধারণের উদ্যেশ্যে জলসত্রের আয়োজন করলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস।
জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজ থেকে চালু করা হয় এই জলসত্র। ভক্তদের হাতে জলের বোতল তুলে দেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্য কর্মী সমর্থকরা।
মেহেমুদ খান বলেন দূর দূরান্ত থেকে এমনকি ভিনরাজ্য থেকেও অনেক শিব ভক্ত আসেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। সেই মানুষগুলোর জন্য জলের ব্যবস্থা করেছেন তাঁরা দলের পক্ষ থেকে। দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তাঁরা এই কাজ করছেন।