Snake mating scene
সাপের শঙ্খ লাগা দৃশ্য দেখা কি শুভ ফলদায়ক ?
Bengal Times News, 28 July 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : দুটি সাপের মিলন সাধারণ মানুষের কাছে ‘শঙ্খ লাগা’ নামে পরিচিত। সাপের অনন্য এ ভালোবাসার দৃশ্য সচরাচর চোখে পড়ে না। আসলে বিভিন্ন প্রাণীর মিলনের একটা নির্দিষ্ট সময় থাকে। তেমনি সাপের মিলনের উপযুক্ত সময় বর্ষাকাল। এই সময় সাপের প্রেম বা ভালোলাগার বিষয়টি জেগে ওঠে। বৃদ্ধি পায় প্রজনন সক্ষমতা, এই সময় দুটি সাপ কাছাকাছি এলেই মিলনে উদ্দীপ্ত হয়। তাই বর্ষাকালে সাপের শঙ্খ বা মিলন বেশি হয়ে থাকে।
সাপের শঙ্খ লাগা নিয়ে পৌরাণিক কাহিনীও শোনা যায়। এই বিরল দৃশ্য দেখা নাকি খুবই শুভ ইঙ্গিতবাহী। তাছাড়া জ্যোতিষ শাস্ত্র মতে অনেকে বলেন, স্বপ্নে শঙ্খ দেখতে পাওয়া খুবই ফলদায়ক। আসলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না, এমন মানুষ বোধহয় নেই! তবে মনোবিদরা বলেন, আমাদের অবচেতনের ভাবনা-চিন্তা, ভয় বা ইচ্ছারই প্রতিফলন এই স্বপ্ন।
আবার কেউ কেউ বলেন, সাপের শঙ্খলাগা মানে স্ত্রী আর পুরুষ সাপের যৌনমিলন নয়। আসলে এটা দুটি পুরুষ সাপের মধ্যে এলাকা দখলের লড়াইতেও এমন দৃশ্যের দেখা মেলে।।
তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই দুটি সাপের শঙ্খ লাগার দৃশ্য দেখা নিয়ে কারো বিশ্বাসে আঘাত হানতে চাই না। প্রত্যেক মানুষের বিশ্বাস তার নিজের কাছে বড়। তাছাড়া যদি কেউ সাপের শঙ্খ লাগা দেখে শুভ ফল লাভের আশায় আত্মতৃপ্তি লাভ করতেই পারেন।