পূর্ব বর্ধমানের মির্জাপুরে নৌকা চলবে রাস্তায়, প্রস্তুতি শেষ পর্যায়ে
Bengal Times News , 22 July 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : জয় দুর্গা পুজো উপলক্ষে প্রীতি বছর বর্ধমান ১ নম্বর ব্লকের সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জাপুর গ্রামে মহা ধুমধাম হয়। প্রথা অনুযায়ী এই গ্রামে আশ্বিন মাসে দুর্গা পুজো হয় না। শ্রাবণ মাসের জয় দুর্গা পুজো গ্রামের মানুষের কাছে মেঘ উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব মির্জাপুর গ্রামে। গ্রামের প্রতিটি বাড়ির ছাদেই এখন প্যান্ডেল বাধা হয়ে গেছে। বৃষ্টির সময় বলেই মানুষ বাড়তি সতর্কতা অবলম্বন করে এই ব্যবস্থা রেখেছে।
মির্জাপুর গ্রামের বিভিন্ন পাড়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে পূজোর বিভিন্ন সামগ্রী নৈবেদ্য সাজিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়। এবার মির্জাপুর হাজরা পরিবারের পক্ষ থেকে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশালাকৃতির একটি সুসজ্জিত নৌকা করে পুজোর উপকরণ নিয়ে যাওয়া হবে। এলাকায় হাজরাদের একটা নাম ডাক আছে। প্রতিবছর কিছু না কিছু নতুনত্ব আনা হয় এই শোভাযাত্রায়। কখনো পদ্ম ফুলের মধ্যে দেবীর নৈবেদ্য নিয়ে যাওয়ার ব্যবস্থা হয় বা ঘোড়ার গাড়িতে করে এই সমস্ত সামগ্রী নিয়ে যাওয়া হয়ে থাকে।
এবার পরিবারের সদস্য সিদ্ধেশ্বর হাজরা মস্তিষ্ক প্রসূত অভিনব এই নৌকা করে নিয়ে যাওয়া হবে জয় দুর্গা মাতার নৈবেদ্য। সিদ্ধেশ্বর বাবু জানালেন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, থাকবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, প্রায় এক কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই শোভাযাত্রা গিয়ে পৌঁছাবে শ্রী শ্রী মা জয় দুর্গা মন্দিরে। জানা গেছে ৩০০০০ টাকা খরচ করে এই নৌকা নির্মাণ করা হচ্ছে।