আড়িয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চল জুড়ে সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি, সিপিআইএম এর প্রতিবাদ মিছিল
Bengal Times News, 5 July 2024
সৈয়দ আবু জাফর, উত্তর ২৪ পরগণা : আড়িয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চল জুড়ে সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়ে উঠছে সিপিআইএম। গত তিন দিন আগেও আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবের সামনে রাতের অন্ধকারে মা এবং ছেলেকে মারধর করা হয়েছে। সিপিআইএম নেতৃত্বের বক্তব্য রাজ্য জুড়ে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। এসবের বিরুদ্ধে বিরুদ্ধে ধিক্কার জানাতে আজ প্রতিবাদ করে মিছিল সিপিআইএম দক্ষিনেশ্বর আড়িয়াদহ এরিয়া কমিটি।
এই ধিক্কার এবং প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সিপিআইএম উত্তর ২৪ পরগণা জেলা কমিটির সম্পাদক মন্ডলী অন্যতম সদস্য মানষ মুখার্জী, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়ন দ্বীপ মিত্র, সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার, সিপিআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক শৈবাল ঘোষ। এছাড়াও কুমারেশ কুন্ডু সি পি আই উত্তর চব্বিশ পরগনা জেলা অন্যতম নেতৃত্ব সহ সিপিআইএমের ছাত্র যুব মহিলা এবং কর্মী সমর্থকেরা এই মিছিলে অংশগ্রহণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সায়ন দ্বীপ মিত্র, শৈবাল ঘোষ এবং মানস মুখার্জী। মিত্র পরিবারের লোকের সাথে কথা বলেন তাদের আশ্বস্ত করেন এবং যেকোনো প্রয়োজনে যেকোনো সময়ে তাদের সাথে যোগাযোগ করতে বলেছেন।