ট্রেনের ধাক্কায় গুরুতর জখম এক মহিলা, জনমানসে ক্ষোভ
Saiyad Abu Jafar
Bengal Times News, 31 July 2024
সৈয়দ আবু জাফর, কালনা : বুধবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পূর্ব রেলের ব্যান্ডেল কাটোয়া শাখার নান্দাই হল্ট স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় এক মহিলা। তার নাম পরী বালা হালদার। বয়স আনুমানিক ৫৮ বছর। স্বামীর নাম মেঘনাথ হালদার। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় সমুদ্রগড়ে বাজার করতে যাওয়ার জন্য তিনি নান্দাই হল্ট স্টেশনে ট্রেন ধরার জন্য আসেন। এবং টিকিট কাটার উদ্দেশ্যে তিনি রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় আনুমানিক ৮:৪৫ নাগাদ ডাউন কাটোয়া হাওড়া লোকালে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন এই স্টেশনে দীর্ঘদিন থেকেই ট্রেনের কোন অ্যানাউন্সমেন্ট হয় না। মাইকিং করে বলা হয় না কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসছে। স্থানীয় লোকজন জানান সামনেই একটি রেলগেট আছে সেখানে গেট পড়া দেখলে বুঝে নিতে হয় এবার ট্রেন আসবে। তারা বলেন যদি মাইকিং করা হতো তাহলে আজ এই দুর্ঘটনা ঘটতো না। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন মহিলাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠান। তার আগে প্রায় ৩০ মিনিট তিনি প্ল্যাটফর্মে পড়েছিলেন। রেলের তরফ থেকে কোন সাহায্য পাওয়া যায়নি বলে জানা যায়। হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার আগেই তিনি মারা যান বলে জানা যায়। আজ দুর্ঘটনা ঘটার পর স্থানীয় মানুষজন তাদের ক্ষোভ উগড়ে দিয়ে বলেন এই স্টেশন থেকে বহু মানুষ ট্রেনে যাতায়াত করেন তবুও এখানে মাইকিং এর কোনো ব্যবস্থা নেই। যার ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও তারা জানান এখানে বিশ্রামাগার শৌচাগারের অবস্থা খুবই খারাপ। ভীষণ অপরিষ্কার বলে এদিন জানান তারা।