ভারত-বাংলাদেশ সম্প্রীতি সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত জামালপুরের মেহেমুদ খান
Bengal Times News, 1 August 2024
বেঙ্গল টাইমস নিউজ : নিজের স্বেচ্ছাসেবী সংস্থা নাগরিক জনকল্যাণ সোসাইটি। যে সংস্থার মাধ্যমে নানা সামাজিক কাজ করে থাকেন। সমাজসেবার পাশাপাশি রাজনীতিতে অত্যন্ত দক্ষ সংগঠক। এই মানুষটি হলেন জামালপুরের বিশিষ্ট সমাজসেবী মেহেমুদ খান। ব্যক্তিগত স্তরেও নানা মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য করে থাকেন তিনি। করোনা কালে তাঁর কাজ সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে। হাজার হাজার মানুষের মুখে খাদ্য তুলে দেয় তাঁর সংস্থা নাগরিক জনকল্যাণ সোসাইটি। সেই মেহেমুদ খানকে বিশেষ সম্মানে সম্মানিত করলো সার্ক কালচারাল ইউনিটি ইন্ডিয়া ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)। ট্রাবের ভারতীয় শাখা আয়োজন করে "ভারত-বাংলাদেশ সম্প্রীতি সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৪"। আয়োজনে বাংলাদেশের বহুল প্রচলিত সংবাদ মাধ্যম দৈনিক গণকণ্ঠ পত্রিকা। বিভিন্ন দেশে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, মূলত যারা সমাজের সকল স্তরের মানুষদের জন্য নিরলস ভাবে কাজ করেন তাদের এই সম্মাননা প্রদান করা হয়। এ বছর ভারতে অনুষ্ঠানটি হয়েছিল সেখানে বিশেষ সম্মান তুলে দেওয়া হলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মেহেমুদ খানকে। এই সম্মাননা পেয়ে কেমন লাগছে সেটা জানতে চাইলে তিনি বলেন এই সম্মান পেয়ে তিনি গর্বিত ও আপ্লুত হয়েছেন। এই সম্মান তাঁর দায়িত্বও আরও বাড়িয়ে দিলো। আগামীতে আরও বেশি করে সামাজিক কাজ করা ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন তিনি। তাঁর এই সম্মাননায় খুশি তাঁর শুভানুধ্যায়ীরা।