কালনায় জেনারেটার এর গোডাউনে ভয়াবহ আগুন
Bengal Times News, 20 July 2024
সৈয়দ আবু জাফর, কালনা : জেনারেটার এর গোডাউনে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন। পূর্ব বর্ধমান জেলার কালনার লক্ষণপাড়া এলাকার ঘটনা। দমকলের দুটি ইঞ্জিন।ষ প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার আনুমানিক বেলা সাড়ে দশটার পর জেনারেটার এর একটি গোডাউনে হঠাৎই আগুন লেগে যায়। এখানে জেনারেটার এর জন্য মজুত তেল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে বাড়ির মালিক সঞ্জীব নাগ জানান, চকবাজারসহ আশেপাশের এলাকায় জেনেটার এর লাইন দেওয়া হতো। সেই জেনারেটার এর ঘরেই শর্ট সার্কিট থেকে এদিন আগুন লেগে যায়।
ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনার পৌরপতি আনন্দ দত্ত, উপ পৌরপতি তপন পোড়েল সহ অন্যান্য কাউন্সিলরা।