কলকাতায় শহীদ স্মরণ সমাবেশকে সফল করে তুলতে পূর্বস্থলী ও বর্ধমানে মিছিল, পদযাত্রা ও সভা
Bengal Times News, 19 July 2024
বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব বর্ধমান : একুশে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণে এক ঐতিহাসিক জনসভা। অমর একুশে জুলাই এর প্রাক্কালে সারা রাজ্য জুড়েই চলছে তার প্রস্তুতি মিছিল ও সভা। চলছে পথসভা পদযাত্রা। সারা রাজ্যের সঙ্গে আজ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট অন্তর্গত নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অমর একুশে জুলাই এর জনসভা কে সাফল্যমণ্ডিত করতে নসরতপুর পঞ্চায়েতের পথের সাথী মোটেল থেকে সমুদ্রগড় রেল স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এবং সেখানে একটি পথসভা ও হয়।
অন্যদিকে শহর বর্ধমানে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল সংগঠিত হয়। জেলার সভানেত্রী শিখা সেনগুপ্তর নেতৃত্বে এদিনের মিছিল থেকে ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশের বার্তা দেওয়ার পাশাপাশি সমাবেশ কে সফল করে তোলার আহ্বান জানান।
আজকে নসরতপুর অঞ্চলের পদযাত্রায় পা মেলালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, তৃণমূল কংগ্রেস নেতা অশোক বিশ্বাস সহ নসরতপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্যরা। এছাড়াও ছিলেন অগণিত দলীয় কর্মী সমর্থকরা। একুশে জুলাই এর জনসভা কে সাফল্যমন্ডিত করার লক্ষ্যেই আজকের এই পদযাত্রা ও পথসভা। এই সভায় এসে মন্ত্রী স্বপন দেবনাথ সকলকে একুশে জুলাইয়ের জনসভায় দলে দলে যোগ দিতে বলেন। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে সকলের উচিত গাছ লাগানো। মন্ত্রী স্বপন দেবনাথ দু হাজার টি গাছ লাগানোর অঙ্গীকার করেছেন। ইতিমধ্যেই তিনি কয়েকশো গাছ লাগিয়েছেন। আজকের এই পথসভা থেকে তিনি আরো দেড়শো গাছ বিতরণ করেন। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের সময় প্রকৃতিকে বাঁচানোর জন্য তার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।