Copernicus Olympiad
কোপারনিকাস অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতে দেশে ফিরলো বর্ধমানের অদ্রিজা
Bengal Times News, 20 July 2024
অতনু হাজরা, বর্ধমান : নিউইয়র্ক থেকে বিশ্বজয় করে দেশে ফিরল দেশ বর্ধমানের গর্ব অদ্রিজা মন্ডল। বর্ধমান কালীবাজারের বাসিন্দা অদ্রিজা এখন বর্ধমান শহর ছাড়িয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতের গর্ব। বাবা অরুন কুমার মন্ডল যিনি পেশায় এ আই অফ স্কুলস বর্ধমান। মা বিজয়লক্ষী মন্ডল কোনার। অদ্রিজা বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
একজন বাংলা মাধ্যমের সরকারী স্কুলের ছাত্রীর এই সাফল্যে আনন্দিত বর্ধমান বাসী। প্রাথমিক পর্যায়ে সে প্রিলিমিনারী রাউন্ডে অঙ্ক বিষয়ে গ্লোবাল রাউন্ডে সাফল্য পায়। তারপর সে আমন্ত্রিত হয় নিউ ইয়র্কে। ১৬/০৭/২৪ থেকে ১৮/০৭/২৪ পর্যন্ত হয় এই প্রতিযোগিতা হয়। সেখানে অদ্রিজা প্রতিযোগিতায় দেশের পতাকা বহন করে। পৃথিবীর বিভিন্ন দেশের যেমন জাপান, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, এঙ্গোলা, ব্রাজিল, ভিয়েতনাম, ইংল্যান্ড, পেরু, কোরিয়া সহ নানা দেশের প্রায় হাজারখানেক প্রতিযোগীদের মধ্যে তৃতীয় হয়।
নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির অডিটরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ব্রোঞ্জ পদক তুলে দেওয়া হয়। সকল ভারতীয় প্রতিযোগীর মধ্যে আদ্রিজাই একমাত্র পদক পায়। অদ্রিজার এই সাফল্যে খুবই খুশী তার বাবা ও মা। তাঁরা তার সাথেই ছিলেন।
অদ্রিজা জানায় কোনো কোচিং সে নেয়নি। বাবার কাছেই সে এই বিষয়ে পড়াশুনা করেছে। আন্তর্জাতিক স্তরে এই মেডেল পাওয়ায় সে নিজেও খুব খুশী।