একুশে জুলাই এর আগেই চমক ! বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো ১৩২ টি পরিবার
12 noon opening by MLA Khokon Das
Bengal Times News, 18 July 2024
অতনু হাজরা, জামালপুর : লোকসভা ভোটে রেকর্ড ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন বলে মনে করেন জামালপুর ব্লক নেতৃত্ব। সেই উন্নয়নে নিজেদের সামিল করতে বৃহস্পতিবার জামালপুর ব্লক পার্টি অফিসে পাঁচড়া অঞ্চলের বড় ভূরকা গ্রাম থেকে ১৩২ টি পরিবার গণেশ মালিক, পতিত বাগ, মিঠু বাগ, তাপস বাগ সহ অন্যান্যরা আজ বি জে পি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা।
বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী যা বলেন সেকথা রাখেন। কিন্তু বিজেপি ঠিক তার উল্টোটা। এই ভোটের পর সেটা ভালো ভাবেই বুঝতে পারছেন বিজেপি কর্মীরা। তাই তাঁরা মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্যে যে উন্নয়ন করছেন সেটা দেখেই আজ এতগুলি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাঁদের তিনি দলে স্বাগত জানান।