ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরে সবুজায়নের বার্তা
Bengal Times News, 14 July 2024
অভিরূপ আচার্য, বর্ধমান : রক্তদান শিবির আয়োজনের পাশাপাশি সবুজায়নের বার্তা দিল ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখা। রবিবার সংগঠনের উদ্যোগে বর্ধমানের বাবুরবাগে শহীদ শিব শঙ্কর সেবা সমিতির ভবনে একটি রক্তদান শিবির আয়োজিত হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বক্তব্য রাখতে গিয়ে ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভূয়ষী প্রশংসা করেন।
শুরুতেই স্বাগত ভাষণে আইজেএ'র জেলা সম্পাদক অরূপ লাহা বলেন, প্রতি বছর এপ্রিল থেকে আগস্ট এই পাঁচ মাস ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সঙ্কট চলে। তাই সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মাথায় রেখে ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন বাংলা সংবাদপত্রের জনক গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণে রক্তদান শিবির আয়োজন করে। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে সাংবাদিক পরিবার সহ শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সামাজিক নানাবিধ কর্মসূচিতে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে চলে। তিনি শিব শঙ্কর সেবা সমিতি ও গাছ গ্রুপকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।
এদিনের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী, সমাজসেবী তন্ময় সিংহ রায়, আইজেইউ'র জাতীয় কর্মসমিতির সদস্য তারকনাথ রায়, শিব শঙ্কর সেবা সমিতির সদস্য পার্থ গোস্বামী, আইনজীবী দ্বৈপায়ন দাস, রাজ্যের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার পাল সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন আইজেএ'র জেলা সভাপতি স্বপন মুখার্জী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আইজেইউ'র ন্যাশনাল কমিটি মেম্বার জগন্নাথ ভৌমিক।
এদিনের শিবিরে ২৪ জন রক্তদান করেন। এরমধ্যে সদ্য কলেজে ভর্তি হওয়া ছাত্রী তথা সাংবাদিক পরিবারের সদস্য স্নেহা চৌধুরীর রক্তদানের মাধ্যমে শিবির শুরু হয়। জীবনে প্রথমবার রক্তদান করে স্নেহা খুবই উচ্ছ্বসিত। সাংবাদিকদের মধ্যে রক্তদান করেন সংগঠনের সম্পাদক অরূপ লাহা সহ রিম্পা সোনকার, চিরঞ্জিত ব্যানার্জী, সেখ পিন্টু, রঞ্জিত পন্ডিত, অতনু হাজরা, গোপাল মুখার্জী, মহঃ খান এবং অন্যান্যরা।
উল্লেখ্য আজ থেকে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ। সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ ও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বর্ধমানের গাছ গ্রুপ চারা গাছ প্রদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রক্ত সংগ্রহ করে শহীদ শিব শঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্ক।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আইজেএ'র রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান, শম্ভুলাল কর্মকার সহ জেলা কমিটির শ্যামাপ্রসাদ চৌধুরী, পার্থ চৌধুরী, সোমনাথ ভট্টাচার্য, অভিজিৎ সাহা, সেখ সামসুদ্দিন, মিথিলেশ রায়, সন্তোষ দাস, মনতোষ পোদ্দার, সৌমেন কোনার, কৃষ্ণ সাহা, অনির্বাণ হাজরা, সদন সিনহা, পাপাই সরকার, সুমিত ভকত ছাড়াও দুরন্ত কুমার নাগ, বিশ্বজিৎ হাজরা, সুশান্ত বাগ, সেখ কিটু এবং আরও অনেকে।