Biodiversity
রাজ্য সরকারের বিশেষ প্রকল্পে কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ সংযুক্ত, ছাত্র-ছাত্রীদের তৈরি বীজ বল যাচ্ছে রাজ্যপালের কাছে
Bengal Times News, 14 July 2024
অতনু হাজরা, আউসগ্রাম : পূর্ব বর্ধমান জেলার আউশগ্ৰাম থানার কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীরা নতুন উদ্ভাবনী শক্তির পরিচয় দিলো। এখন বর্ষাকাল। বিচ্ছিন্ন প্রত্যন্ত পতিত এলাকায় গাছ লাগানোর সময় এটাই। কিন্তু গাছ লাগানোর জন্য যে শ্রমশক্তির দরকার। সেই শ্রমশক্তি কম করানো, এই মুহূর্তে ভীষণ জরুরী। এই কারণেই কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের উদ্যোগে ছাত্রছাত্রীরা প্রায় ৭০০ বীজ বল তৈরি করেছে। মাটির সঙ্গে, গোবর সার মিশিয়ে মাটির বল তৈরি করে, তার মধ্যে বিভিন্ন গাছের বীজ, ঢুকিয়ে দেওয়া হয়েছে। বট, অশ্বথ, জারুল, বেগুন, লাউ, পেয়ারা, শসা, কুমড়ো প্রভৃতি বীজকে এই কাজে ছাত্রছাত্রীরা ব্যবহার করেছে।
এরমধ্যে ৫০০ বীজ বল পশ্চিমবঙ্গের জীববৈচিত্র বিভাগের, বর্ধমান জেলার আধিকারিক অরূপ কুমার মাঝির হাতে তুলে দেওয়া হয়। শ্রী মাঝি এই ৫০০ বলের প্যাকেট পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাতে তুলে দেবেন বলে কথা দিয়েছেন। বিদ্যালয়ে উপস্থিত হয়ে অরূপ কুমার মাঝি বলেন, "পতিত এলাকায় গাছ লাগিয়ে, সেই জমি উদ্ধার করবার জন্য, সরকার বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। এবং এই প্রকল্পের কাজে পূর্ব বর্ধমান জেলার প্রথম যে বিদ্যালয়টিকে সংযুক্ত করা হয়েছে, সেটি হল কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ। এখানকার ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ৫০০টি বীজ বল তৈরি করা হয়েছে। এবং সেটিকে সুন্দরভাবে সাজিয়ে, বাক্সে রেখে পশ্চিমবঙ্গের জীববৈচিত্র বিভাগকে উপহার দেওয়া হয়েছে। এই বিভাগ, এই বল রাজ্যপালের হাতে তুলে দেবেন এবং রাজ্যপালের মারফত রাজ্যের পতিত জমিতে বিভিন্ন জায়গায় এই গাছ লাগানো হবে ও সবুজয়ান প্রকল্পকে সার্থক করা হবে।"
বিদ্যালয়ের এ বিষয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা নিবেদিতা কোলে জানান, "ছাত্র-ছাত্রীদের এ ব্যাপারে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। একজন সচেতন নাগরিকের উচিত, বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য, সবুজায়নের দিকে নজর দেওয়া এবং সবুজায়নের কাজে নিজেকে সংযুক্ত করা। আমরা এই বার্তা ছাত্র-ছাত্রীর মধ্যে পৌঁছাতে পেরেছি"। বিদ্যালয়ের অপর ভারপ্রাপ্ত শিক্ষক রাজীব চক্রবর্তী জানান, "এই কাজে অংশগ্রহণ করে তারা খুব আনন্দ পেয়েছেন"। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শেখ ইমন জানায়, "তারা সবুজায়নের লক্ষ্যেই এই বীজবল তৈরি করেছে, এবং এই বীজ বল তৈরি করার মধ্যে দিয়ে তারা পতিত এলাকাকে সবুজায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।"