Durgotsab Khunti Pujo
খুঁটি পুজোর মধ্য দিয়ে হাজরা পার্ক দুর্গোৎসবের শুভ সূচনা হল
Bengal Times News, 13 July 2024
জগন্নাথ ভৌমিক, কলকাতা : উল্টো রথযাত্রার প্রাক্কালে শনিবার খুঁটি পুজোর মাধ্যমে শারদীয় অনুষ্ঠানের সূচনা করেছে হাজরা পার্ক দুর্গোৎসব। যতীন দাস পার্ক (হাজরা ক্রসিং) হাজরা পার্ক দুর্গোৎসব তার উদ্ভাবনী ধারণা এবং উদযাপন শৈলীর জন্য তিলোত্তমা কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো। এই পুজো বিশেষভাবে বিখ্যাত তার অনন্য শৈলীর প্যান্ডেলের জন্য। এছাড়াও এই কমিটি সারা বছর ধরে যে সামাজিক কাজ করে থাকে তার জন্যও।
খুঁটি পুজোর অনুষ্ঠানটি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ছিল উজ্জ্বল। রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সায়ন দেব চ্যাটার্জী, অভিনেত্রী তৃণা সাহা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
উল্টো রথের প্রাক্কালে হাজরা পার্ক দুর্গোৎসবে ঢাক বাজিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে দুর্গাপুজোর সূচনা হলো। এই বছর ৮২ তম বর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে এই পুজো কমিটি। জাঁকজমক এবং সৃজনশীলতার সাথে, সমস্ত অংশগ্রহণকারীদের পুজোটি অবিস্মরণীয় হয়ে উঠবে এমনটাই আশা উদ্যোক্তাদের।
মিডিয়ার সঙ্গে কথা বলার সময় হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি সায়ন দেব চ্যাটার্জী বলেন, “ একাধিক পুরস্কারে ভূষিত হয়ে তিন চাকার গল্পের থিম নিয়ে ৮১তম বর্ষের বিশাল সাফল্যের পর আমরা হাজরা পার্ক দুর্গোৎসবের পুরো টিম, পরবর্তী পর্ব সাফল্যমন্ডিত করার জন্য সম্পূর্ণভাবে দায়বদ্ধ। বিভিন্ন থিমপুজোর মাঝে এ বছরও আমরা নতুন চমক নিয়ে আসছি। আমরা আত্মবিশ্বাসী যে এই বছরও মানুষ আমাদের প্রচেষ্টার প্রশংসা করবে।” তিনি সকলকে পরিবার ও বন্ধুদের সাথে পুজোয় আসার আমন্ত্রণ জানান।