SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Durgotsab Khunti Pujo খুঁটি পুজোর মধ্য দিয়ে হাজরা পার্ক দুর্গোৎসবের শুভ সূচনা হল


 

Durgotsab Khunti Pujo


খুঁটি পুজোর মধ্য দিয়ে হাজরা পার্ক দুর্গোৎসবের শুভ সূচনা হল


Jagannath Bhoumick 
Bengal Times News, 13 July 2024

জগন্নাথ ভৌমিক, কলকাতা : উল্টো রথযাত্রার প্রাক্কালে শনিবার খুঁটি পুজোর মাধ্যমে শারদীয় অনুষ্ঠানের সূচনা করেছে হাজরা পার্ক দুর্গোৎসব। যতীন দাস পার্ক (হাজরা ক্রসিং) হাজরা পার্ক দুর্গোৎসব তার উদ্ভাবনী ধারণা এবং উদযাপন শৈলীর জন্য তিলোত্তমা কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো। এই পুজো বিশেষভাবে বিখ্যাত তার অনন্য শৈলীর প্যান্ডেলের জন্য। এছাড়াও এই কমিটি সারা বছর ধরে যে সামাজিক কাজ করে থাকে তার জন্যও।

খুঁটি পুজোর অনুষ্ঠানটি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ছিল উজ্জ্বল। রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সায়ন দেব চ্যাটার্জী, অভিনেত্রী তৃণা সাহা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

উল্টো রথের প্রাক্কালে হাজরা পার্ক দুর্গোৎসবে ঢাক বাজিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে দুর্গাপুজোর সূচনা হলো। এই বছর ৮২ তম বর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে এই পুজো কমিটি। জাঁকজমক এবং সৃজনশীলতার সাথে, সমস্ত অংশগ্রহণকারীদের পুজোটি অবিস্মরণীয় হয়ে উঠবে এমনটাই আশা উদ্যোক্তাদের।

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি সায়ন দেব চ্যাটার্জী বলেন, “ একাধিক পুরস্কারে ভূষিত হয়ে তিন চাকার গল্পের থিম নিয়ে ৮১তম বর্ষের বিশাল সাফল্যের পর আমরা হাজরা পার্ক দুর্গোৎসবের পুরো টিম, পরবর্তী পর্ব সাফল্যমন্ডিত করার জন্য সম্পূর্ণভাবে দায়বদ্ধ। বিভিন্ন থিমপুজোর মাঝে এ বছরও আমরা নতুন চমক নিয়ে আসছি। আমরা আত্মবিশ্বাসী যে এই বছরও মানুষ আমাদের প্রচেষ্টার প্রশংসা করবে।” তিনি সকলকে পরিবার ও বন্ধুদের সাথে পুজোয় আসার আমন্ত্রণ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad