রাত পোহালেই শহর বর্ধমানে মহাপ্রভু জগন্নাথদেব এবং বলরাম ও সুভদ্রা কে নিয়ে উল্টো রথের সুবিশাল শোভাযাত্রা
Bengal Times News, 15 July 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : রাত পোহালেই শহর বর্ধমানে মহাপ্রভু জগন্নাথদেব এবং বলরাম ও সুভদ্রা কে নিয়ে সুবিশাল শোভাযাত্রার আয়োজন করেছে আলমগঞ্জ বারোয়ারি কমিটি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আলমগঞ্জ বারোয়ারি কমিটির সভাপতি সনৎ কুমার নন্দী, সম্পাদক শুভাশীষ সিংহ, সদস্য গৌতম সামন্ত, পলাশ নন্দী, দেব নারায়ন রেজা, মানিক কর্মকার, প্রশান্ত ঘোষ ও রবীন্দ্রনাথ সাউ।
আয়োজকদের পক্ষ থেকে পলাশ নন্দী জানান, রাজ আমল থেকে বর্ধমান রাধাবল্লব জিউ মন্দিরে পূজিত হয়ে আসছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথযাত্রায় এসেছিলেন আলমগঞ্জ বারোয়ারি তলায় মাসির বাড়িতে। ১৬ জুলাই উল্টো রথে মহাপ্রভু ফিরে যাবেন নিজের বাসভবনে। এই উপলক্ষে আলমগঞ্জ বারোয়ারি কমিটির পক্ষ থেকে সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আলমগঞ্জ বারোয়ারি তলা থেকে রাজবাটি বিসি রোড হয়ে কার্জন গেট ঘুরে মহাপ্রভু ফিরে যাবেন রাধাবল্লব জিউ মন্দিরে নিজের বাসভবনে। এই শোভাযাত্রা সুন্দর ভাবে আয়োজনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহযোগী হয়ে এগিয়ে এসেছে।
সভাপতি সনৎ কুমার নন্দী ও সম্পাদক শুভাশীষ সিংহ এই শোভাযাত্রায় বর্ধমানবাসীকে স্বাগত জানাচ্ছেন। এমন আঙ্গিকে মহাপ্রভুর শোভাযাত্রা এই প্রথমবার বর্ধমানে অনুষ্ঠিত হতে চলেছে।