World Strange
বিশ্বের বিস্ময় আরহাম, দু'বছর বয়সেই নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তালিকায়
Bengal Times News, 01 June 2024
জগন্নাথ ভৌমিক, মুর্শিদাবাদ : স্পষ্ট করে কথা বলতে শেখেনি। এরই মধ্যে নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তালিকায়। কোনও গল্প কথা নয়। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের সিংহেশ্বরী গৌরীপুরের ঘটনা। শিশুটির নাম আরহাম হাসান (আরিয়ান)। শিশুর পিতা মেহেদী হাসান একজন ব্যবসায়ী আর মা সুলতানারা খাতুন গৃহবধূ। এহেন পরিবারে দু'বছরের শিশু আরহাম হাসানের প্রতিভা দেখে হাসান পরিবার সহ এলাকা জুড়ে খুশির জোয়ার। কিন্তু কি এমন কাজ করলো যাতে দু'বছরের শিশুর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম উঠলো। অসাধারণ কিছু না করতে পারলে কোনও রেকর্ড তৈরি হয় না। আরিয়ান এক কথায় জিনিয়াস। ওর প্রতিভা এখন মুর্শিদাবাদ জেলার মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। স্পষ্ট
করে কথা বলতে না শিখলেও অস্পষ্ট ভাবেই অনায়াসে বলতে পারে বাংলা, ইংরেজি ভাষায় ৪৫ টি কবিতা, আরও বলতে পারে ইংরেজি A থেকে Z পর্যন্ত, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এমনকি তার পিন কোড নম্বর এবং বাড়ির দুটো মোবাইল নম্বর সহ সম্পূর্ণ ঠিকানা। বিভিন্ন দেশের নাম, ফল ও ফুলের নাম, ২৫ রকমের শাক সবজির নাম, ১৬ রকমের কিট প্রতঙ্গের গৃহপালিত প্রাণী ও বন্য প্রাণী সহ ৩০টি নাম সহজ ভাবেই বলতে পারে। শরীরের ৩২টি অঙ্গের নাম, ২৫ টি যানবাহন এর নাম, আট ধরনের খেলাধূলার নাম সহ বাংলা এবং ইংরেজিতে মাস ও সপ্তাহের নাম, এমনকি বাংলা এবং ইংরেজিতে ১ থেকে ২৫ পর্যন্ত বলতে পারে অনায়াসে। এছাড়া আরও বিভিন্ন বিষয়ে বলতে পারদর্শী ছোট্ট আরহাম হাসান ওরফে আরিয়ান।
আরিয়ান এর মামা ইত্তেফাকরুল ইসলাম (বাপ্পি) জানান, ভাগ্নের অসাধারণ প্রতিভা দেখেই তিনি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড এর সুপার ট্যালেন্টেড কিড অ্যাওয়ার্ড এবং এলিড বুক অফ রেকর্ড এর মতো তিনটি রেকর্ড বইয়ে নাম তোলার জন্য আবেদন করি। তারপরেই জানতে পারি তিনটিতেই নাম উঠেছে ভাগ্নে আরিয়ানের ইতিমধ্যেই গত ২৯ মে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর শংসাপত্র, মেডেল, আই কার্ড ডাকযোগে বাড়িতে এসে পৌঁছেছে। আরিয়ানের মামা বাপ্পী জানান, বাকিগুলোও খুব তাড়াতাড়ি চলে আসবে।