Parliamentary election
সপ্তম দফা নির্বাচন : পশ্চিমবঙ্গে ৫টা পর্যন্ত ভোটের হার ৬৯.৮৯ শতাংশ
Bengal Times News, 1 June 2024
জগন্নাথ ভৌমিক, কলকাতা : আঠারো তম লোকসভা নির্বাচনে শেষ পর্যায়ে সপ্তম দফায় সারা দেশের ৫৭টি লোকসভা আসনে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশনের রিপোের্ট বলছে বেলা ৫টা পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে ৫৮.৩৪%। পশ্চিমবঙ্গের ৯টি লোকসভা কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৬৯.৮৯%।
বারাসাত : ৭১.৮০%
বসিরহাট : ৭৬.৫৬%
ডায়মন্ড হারবার : ৭২.৮৭%
দমদম : ৬৭.৬০%
যাদবপুর : ৭০.৪১%
জয়নগর : ৭৩.৪৪%
কলকাতা দক্ষিণ : ৩৯.৭০%
কলকাতা উত্তর : ৬০.৮৮%
মথুরাপুর : ৭৪.১৩%
১ জুন সপ্তম দফার ভোটে দফায় দফায় উত্তপ্ত হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়। রক্তাক্ত হয়েছেন অনেকে। এই ইস্যুতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, 'ভাঙড়ে তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। এসব ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এসব সহিংসতার কারণে মানুষ ভোট দিতে ঘর থেকে বের হতে পারছে না।'
এদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় নিয়ে কলকাতা পুলিশের দাবি এখানে ভোট হয়েছে নির্বিঘ্নেই।