7th phase Parliamentary election
রাত পোহালেই পশ্চিমবঙ্গে ৯টি লোকসভা কেন্দ্রের ১২৪ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা, নির্বাচন কমিশন প্রস্তুত
Bengal Times News, 31 May 2024
জগন্নাথ ভৌমিক, কলকাতা : রাত পোহালেই পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের চূড়ান্ত এবং সপ্তম পর্বের ভোট গ্রহণের জন্য সমস্ত ব্যবস্থা সম্পন্ন হয়েছে। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরে রাজ্যের নয়টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ জুন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ করা হবে। ভোটগ্রহণ কর্মকর্তারা ইতিমধ্যেই তাদের গন্তব্যে পৌঁছেছেন। সুন্দরবন, সন্দেশখালী এবং রাজ্যের নদীমাতৃক অঞ্চলের দূরবর্তী অঞ্চলে নিযুক্ত ভোটকর্মীরা তাদের ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য স্টিমার, নৌকা ব্যবহার করেছিলেন।
সব মিলিয়ে ১ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৩৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের যোগ্য। নয়টি আসনে ১২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কলকাতা দক্ষিণ থেকে সর্বাধিক ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদবপুর থেকে ১৬ জন, বসিরহাট, কলকাতা উত্তর থেকে ১৫ জন, দমদম থেকে ১৪ জন, বারাসাত, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার থেকে ১২ জন এবং জয়নগর সংসদীয় আসন থেকে বাকি ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে।
নয়টি সংসদীয় আসনে ১৭ হাজার ৪৭০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ২ হাজার ৭৯১টি ভোটকেন্দ্র পরিচালনা করবেন নারী ভোটাররা। ৩ হাজার ৭৪৮টি ভোটকেন্দ্র সংকটাপন্ন এবং ৭২টি মডেল ভোটকেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর ৯৬৭ কোম্পানি মোতায়েন করা হয়েছে। ৩৩ হাজারেরও বেশি রাজ্য পুলিশ কর্মীও নিযুক্ত হচ্ছেন।
সন্দেশখালি, বারুইপুর, ডায়মন্ড হারবার এলাকার মতো সংবেদনশীল এলাকায় নির্বাচন প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখছে কমিশন। ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। সব ভোটকেন্দ্রে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী ভোটাররা ভোটকেন্দ্রে নথি দেখিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আগামীকাল সম্ভাব্য বৃষ্টির কারণে ভোটকেন্দ্রে ভোটারদের আশ্রয়ের ব্যবস্থাও করা হয়েছে।
By courtesy : PIB, Kolkata
দারুনএক্সপেরিমেন্ট
উত্তরমুছুন