Train accident
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় মৃত ৮, আহত অন্তত ৪০
Bengal Times News, 17 June 2024
বেঙ্গল টাইমস নিউজ : ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরে কেঁপে গেল বাংলা। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের শিলিগুড়ি এলাকায়। গৌহাটি থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মালগাড়ির সজোরে ধাক্কায় লাইনচ্যুত ২টি কামরা। রেল সূত্রে খবর, দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালক। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড সহ আরও একজন রেল কর্মী। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সকাল পৌনে ৯টা নাগাদ আচমকাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারে মালগাড়িটি। তাতেই লাইনচ্যুত হয় পিছনের দুটি কামরা। ছিটকে পড়ে পাশের জমিতে। সংঘর্ষের তীব্রতায় দুটি কামরাই দুমড়ে মুচড়ে যায়। ফলে ঠিক কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট ধারনা মেলেনি।
রেল সূত্রে খবর, মালগাড়ি সিগন্যাল ফেল করার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশের সঙ্গে দুর্ঘটনায় মৃত ও আহত যাত্রীদের নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এবং জেলা শাসক ও প্রশাসনিক কর্তাদের সেখানে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন।
এদিকে ভারী বৃষ্টি উপেক্ষা করেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।