গঙ্গা পুজো উপলক্ষে নবদ্বীপ রাণীর ঘাটে বিশেষ গঙ্গা আরতি অনুষ্ঠান
Bengal Times News, 16 June 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : বিগত বছরের ন্যায় এবছরও গঙ্গা পুজো বা দশেরা উৎসব উপলক্ষে নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রানী রাসমণি স্মৃতি বিজড়িত রানির ঘাট সুরধ্বনির তীরে তৃতীয় বর্ষ গঙ্গারতি অনুষ্ঠানের আয়োজন করে নবদ্বীপ শ্রীশ্রী গৌড় গঙ্গারতি সমিতি। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও কাউন্সিলর স্বপন আচার্য, বিশিষ্ট শিক্ষক দীপঙ্কর সাহা, শিক্ষক ও কাউন্সিলর সুজিত সাহা, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিহির কান্তি পাল, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিকা চক্রবর্তী, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি গুঁই, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঊষা রায়, নবদ্বীপ শ্রী শ্রী গৌড় গঙ্গা আরতি সমিতির সাধারণ সম্পাদক কিশোর কৃষ্ণ গোস্বামী, সভাপতি সুদিন গোস্বামী, কার্যকারী সভাপতি প্রেম গোপাল গোস্বামী সহ অসংখ্য গৌড় ভক্তগণ, এদিন গৌর গঙ্গারতি অনুষ্ঠান প্রত্যক্ষ করতে রানীরঘাট সুরধ্বনি তীরে বিকেল থেকেই ভক্তদের আগমন ঘটতে থাকে। অসংখ্য ভক্তের উপস্থিতিতে রবিবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ শুরু হয় গঙ্গা পুজো উপলক্ষে বিশেষ গঙ্গারতি অনুষ্ঠান। নবদ্বীপ শ্রী শ্রী গৌড় গঙ্গারতি সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক কিশোর গোস্বামী জানান, গঙ্গারতির মূল উদ্দেশ্য হল নদী বা গঙ্গা দূষণ রুখতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। সেই লক্ষ্যেই ২০২২ সাল থেকে শুরু হয় রানীরঘাটে গঙ্গারতি অনুষ্ঠান।