অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখতে নবদ্বীপ ধাম স্টেশন পরিদর্শনে হাওড়া ডিভিশনের ডিআরএম
Bengal Times News, 21 June 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : শুক্রবার বিকেল প্রায় সাড়ে ৩টে নাগাদ একটি বিশেষ ট্রেনে একাধিক রেল আধিকারিকদের নিয়ে নবদ্বীপ ধাম স্টেশনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ খতিয়ে দেখতে ছুটে আসেন হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার, নবদ্বীপ ধাম স্টেশনের প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের বাইরে অমৃত ভারত প্রকল্পে যেসব কাজ গুলি হচ্ছে সেগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পাশাপাশি রেল কর্মীদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেন।
উল্লেখ থাকে কালনা, কাটোয়ার পাশাপাশি নবদ্বীপ ধাম স্টেশনকে মডেল স্টেশন হিসেবে সাজিয়ে তোলার কাজ শুরু করেছে রেল দপ্তর। এই প্রকল্পের জন্য রেল দপ্তরের পক্ষ থেকে প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নবদ্বীপ ধাম স্টেশন পরিদর্শন শেষ করে বিকেল প্রায় চারটে নাগাদ কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেন ডিআরএম এম সঞ্জীব কুমার।
পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানান, নবদ্বীপ ধাম স্টেশনে আগামী ২০২৫ সালের মার্চে শেষ হবে অমৃত ভারত প্রকল্পের কাজ।