NET & NEET Scams
নেট ও নিট দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ
Bengal Times News, 22 June 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ ও অতনু হাজরা, জামালপুর : নেট ও নিট দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলো তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার দুপুরে এক প্রতিবাদী বিক্ষোভ সভার আয়োজিত হয় নবদ্বীপে। টিএমসি নেতৃত্বের অভিযোগ নেট ও নিট দুর্নীতি বা কেলেঙ্কারিতে যুক্ত কেন্দ্রীয় সরকার। নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের আভিযোগ নিট কেলেঙ্কারির ফলে বহু মেধাবী ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, ছাত্র যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ ও মেডিকেল এন্ট্রান্স রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া এবং কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে অবিলম্বে পরিত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে।
নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চট্টোপাধ্যায় বলেন, 'প্রথমে নিট পরীক্ষার পেপার লিক ও পরে অনিয়ম সংক্রান্ত কারণে নেট পরীক্ষা বাতিল করে এনটিএ। এর থেকেই বোঝা যাচ্ছে দুর্ণীতি অনেক বড়সড়। এনডিএ ঘোটালা সরকারের শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা'।
পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে NEET-UG এবং NET পরীক্ষায় ভরপুর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও জামালপুর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট
তৃণমূল ছাত্র পরিষদের নেতা অনীশ মল্লিক ও সাইফুদ্দিন মল্লিক শনিবার বিক্ষোভ কর্মসূচি থেকে বলেন, কেন্দ্রের শিক্ষামন্ত্রী এবং মোদি সরকার যেভাবে সাধারণ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।