তেজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্বয়ংসিদ্ধার সহজ পাঠ
এবং ঘরে ঘরে বৃক্ষরোপণ কর্মসূচি
Bengal Times News, 23 June 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : শুধু পঠন পাঠন নয়। লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুরক্ষা, বাল্যবিবাহ এবং মানব পাচার থেকে রক্ষা সহ আত্মমর্যাদা সহকারে কিভাবে মাথা উঁচু করে চলা যায় সে ব্যাপারে পূর্ব বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের সহজ পাঠ দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশের বর্ধমান মহিলা থানা। ২২ জুন স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় এবং তেজগঞ্জ হাই স্কুলের ব্যবস্থাপনায় এই শিক্ষা ও সচেতনতা বিষয়ক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে এদিনের মঞ্চ থেকে " ঘরে ঘরে বৃক্ষরোপণ এবং প্রতিপালন" কর্মসূচি পালন করা হয় যা ধারাবাহিকভাবে বছরের পর বছর ধরে চলবে বলে জানা যায় । ওই মঞ্চ থেকে বৃক্ষ শিশুগুলোকে প্রতি পালন করে মানুষের মত মানুষ করে তুলবে বলে শপথ বাক্য পাঠ করে বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা।
সত্যি কথা বলতে কি শনিবার তেজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সকাল বেলায় যেন চাঁদের হাট বসেছিল। জেলা পুলিশ এবং বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার ইন্সপেক্টর ইন চার্জ কবিতা দাস, সাব ইন্সপেক্টর ইতু ঘোষ, বর্ধমান সহযোদ্ধার সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক, সহযোদ্ধার সম্পাদিকা এবং যোগা প্রশিক্ষিকা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সহযোদ্ধার চেয়ারম্যান সোমনাথ ভট্টাচার্য, সহযোদ্ধার ট্রেজারার নির্মলেন্দু বিশ্বাস সহ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক গাছ মাস্টার অরূপ চৌধুরী। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পার্থ সরকার এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
বিদ্যালয়ের পক্ষ থেকে মাঙ্গলিক শঙ্খধ্বনি সহযোগে সকলকে পুষ্পস্তবক এবং সবুজ প্রাণ বৃক্ষশিশু দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ছাত্র-ছাত্রীদের সাথে সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী।
বর্ধমান থানার আইসি কবিতা দাস প্রজেক্টারের মাধ্যমে হাতে কলমে ছাত্র-ছাত্রীদের যৌন নির্যাতন, বাল্যবিবাহ, ব্যাড টাচ, গুড টাচ সহ পসকো আইনের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করে তাদের যৌন হয়রানি এবং মানবপাচারের মত ভয়াবহ বিষয়গুলি সম্বন্ধে অবহিত করেন। সাথে সাথে আত্মরক্ষা এবং আত্মসম্মান কিভাবে রক্ষা করা যাবে সে বিষয়ে তারা সহজপাঠ দেন। নিজেদের বিষয়ে এত কিছু জানতে পেরে ছাত্র-ছাত্রীরা ভীষণ উপকৃত হয়েছে বলে জানায় নবম দশম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে গাছ মাস্টার অরূপ চৌধুরী স্বয়ংসিদ্ধা কর্মসূচির উপযোগিতা এবং বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা নিয়ে একটি সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ ভাষণের মধ্য দিয়ে "ছাত্রদের ঘরে ঘরে বৃক্ষরোপণ এবং প্রতিপালন" অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক বিশ্বরূপ দাস।
সবশেষে প্রধান শিক্ষকের অনুরোধে বিদ্যালয়ে আগত জেলা পুলিশ এবং সহযোদ্ধার পদাধিকারীরা ছাত্র-ছাত্রীদের সাথে মিড ডে মিলে পংক্তি ভোজন করে গভীর তৃপ্তি লাভ করেন এবং বিদ্যালয় পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।