International Yoga day
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউ আই টি কলেজ ক্যাম্পাসে দিনভর এক প্রাণবন্ত যোগ দিবস পালিত
Bengal Times News, 21 June 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : আজ দশম বিশ্ব যোগ দিবস। এই উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউ আই টি কলেজের ব্যবস্থাপনায় এবং বর্ধমান নেহরু যুব কেন্দ্র ও বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় ইউ আই টি কলেজ ক্যাম্পাসে দিনভর এক প্রাণবন্ত যোগ দিবস পালিত হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ আই টি কলেজের প্রিন্সিপাল প্রফেসর অভিজিৎ মিত্র, এনএসএস বিভাগের প্রোগ্রাম অফিসার ড. শুভেন্দু বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৌমিক ঘোষ, নেহরু যুব কেন্দ্রের যুব আধিকারিক উত্তরা বিশ্বাস, প্রোগ্রাম অফিসার সুজন ঠাকুর, বর্ধমান সহযোদ্ধার সভাপতি জগন্নাথ ভৌমিক, সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক অপূর্ব ঘোষ প্রমুখ। এদিনের যোগ শিবিরে কয়েকশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে যার মধ্যে ইউ আই টির ছাত্র ছাত্রী ছাড়াও বিশ্বভারতীর ছাত্রীরাও ছিল। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভাগ ভাগ করে যোগ প্রতিযোগিতাও হয় এবং প্রথম ও দ্বিতীয় গ্রুপ কে ট্রফি-মেডেল তুলে দেওয়া হয়।
আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণে প্রফেসর অভিজিৎ মিত্র ভারতবর্ষের প্রাচীন জ্ঞান হিসেবে যোগাভ্যাসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। এটাও বলেন যে মনসংযোগ বৃদ্ধির জন্য ছাত্র ছাত্রীদের উচিত প্রতিদিন কিছুটা সময় যোগাভ্যাসের পিছনে ব্যয় করা। নেহরু যুব কেন্দ্রের আধিকারিক উত্তরা বিশ্বাস ওই কেন্দ্র কিভাবে যুব গোষ্ঠীর ভিতর ছড়িয়ে পড়ছে তা তুলে ধরেন।
বর্ধমান সহযোদ্ধার সভাপতি তথা সাংবাদিক জগন্নাথ ভৌমিক সুস্থ জীবনযাপনের জন্য যোগব্যায়াম কত জরুরি এবং এই অভ্যাস ছাত্র যুবদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে সেটা ব্যাখ্যা করেন। বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় ছাত্র ছাত্রীদের হাতে কলমে যোগাভ্যাস করে দেখান।
অনুষ্ঠানের শেষে ছাত্র ছাত্রীদের জন্য আনন্দদায়ক আরো এক ছোট বিভাগ রাখা হয়েছিল যেখানে মজাদার কিছু প্রতিযোগিতা হয়। যেমন মেয়েদের ক্রিকেট ম্যাচ ও ছেলেদের শঙ্খ বাজানো ইত্যাদি। সমগ্র অনুষ্ঠানে ইউ আই টির বেশ কিছু শিক্ষক ও শিক্ষাকর্মীরাও অংশগ্রহণ করেন।