বিজয় মিছিলে উদ্দীপনায় মাথায় লক্ষ্মীর ভাঁড় নিয়ে প্রধানের নাচ
Bengal Times News, 9 June 2024
অতনু হাজরা, জামালপুর : রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয়ের সেলিব্রেশন হচ্ছে বিজয় মিছিলের মাধ্যমে। পূর্ব বর্ধমানের জামালপুরেও বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে চলছে বিজয় মিছিল। জামালপুর ১ অঞ্চল একটি বিশেষ অঞ্চল। এই অঞ্চলটির নেতৃত্ব দেন জামালপুরের তরুণ তুর্কি নেতা সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। আর এই অঞ্চল থেকেই নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য। এই জামালপুর ১ অঞ্চলের বত্রিশবিঘা গ্রাম আবার ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খানের গ্রাম। আজ সেই গ্রামে বিজয় মিছিল বের করা হয়। যে মিছিলে মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।
দলের কর্মী ও সমর্থকদের সাথে বিজয় মিছিলে অংশ নেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা সহ অন্যান্য নেতৃত্বরা। বিজয় মিছিলে নিজের নাতিকে সঙ্গে নিয়ে হাঁটেন ব্লক সভাপতি মেহেমুদ খান। বাজনা ব্যাঞ্জ নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করা হয়। নিজের গ্রাম থেকে ১৩৫২ ভোটে প্রার্থীকে জিতিয়েছেন ব্লক সভাপতি মেহেমুদ খান। লক্ষ্মীর ভান্ডার যে বিরাট প্রভাব ফেলেছে সেটা বিজয় মিছিল গুলো দেখলেই বোঝা যাচ্ছে।